AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma On Captaincy: ভারতীয় দলের পরবর্তী ক্যাপ্টেন কে হতে পারে? রোহিত শর্মা বলছেন…

India vs Australia New Year Test Day 2: অবসরের জল্পনাও উড়িয়ে দেন। রোহিত জোর গলায় জানান, শুধুমাত্র সিডনি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন, ক্রিকেট থেকে নয়। এরই মাঝে প্রশ্ন করা হয়, তাঁর পর ভারতের টেস্ট ক্যাপ্টেন কাকে করা যেতে পারে? এরও জবাব দিলেন রোহিত শর্মা।

Rohit Sharma On Captaincy: ভারতীয় দলের পরবর্তী ক্যাপ্টেন কে হতে পারে? রোহিত শর্মা বলছেন...
Image Credit: Ayush Kumar/SOPA Images/LightRocket via Getty Images
| Updated on: Jan 04, 2025 | 10:46 AM
Share

রোহিত শর্মার অবসর নিয়ে জল্পনা তুঙ্গে। সিডনি টেস্টের দ্বিতীয় দিন অবশ্য এই প্রসঙ্গে মুখ খুললেন রোহিত শর্মা। সম্প্রচারকারী চ্যানেলে নানা প্রসঙ্গেই কথা বলেন। কেন সিডনিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন, তাও খোলসা করেন। পাশাপাশি অবসরের জল্পনাও উড়িয়ে দেন। রোহিত জোর গলায় জানান, শুধুমাত্র সিডনি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন, ক্রিকেট থেকে নয়। এরই মাঝে প্রশ্ন করা হয়, তাঁর পর ভারতের টেস্ট ক্যাপ্টেন কাকে করা যেতে পারে? এরও জবাব দিলেন রোহিত শর্মা।

এর আগে ইংল্যান্ড সফর এবং এ বার পারথ টেস্ট। রোহিত শর্মার অনুপস্থিতিতে টেস্টে ক্য়াপ্টেন্সি করেছেন জসপ্রীত বুমরা। সিডনিতেও অফিসিয়ালি বুমরাই ক্যাপ্টেন্সি করছেন। কিন্তু চোটের কারণে মাঠ ছাড়ায় সে সময় ভারপ্রাপ্ত ক্যাপ্টেনের দায়িত্ব সামলান বিরাট কোহলি। পারথ টেস্টে বুমরার ক্যাপ্টেন্সিতে জয় দিয়ে সিরিজ শুরু করেছিল ভারত। জসপ্রীত বুমরার ক্যাপ্টেন্সিকে প্রশংসায় ভরালেও কাউকে অটোমেটিক চয়েস ভাবছেন না রোহিত।

রোহিত শর্মা বলেন, ‘বুমরা দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে। তবে ক্যাপ্টেন্সি অর্জন করতে হবে। আমার আগে বিরাট ছিল, তার আগে মাহি ভাই। প্রত্যেকেই ক্যাপ্টেন্সিটা অর্জন করেছে, কেউ তুলে দেয়নি। অনেক নতুন প্লেয়ার রয়েছে, ওদের অর্জন করতে দিন। কাউকে বানিয়ে দিলেই হবে না। প্রত্যেকেই সুযোগ পাবে। কে অর্জন করতে পারবে, সেটাই আসল।’

সিডনি টেস্টে নানা উত্তেজনাকর পরিস্থিতি দেখা গিয়েছে। যা নিয়ে রোহিত বলছেন, ‘আমাদের ছেলেরা শান্ত, কিন্তু ওদের খোঁচালে মুশকিল আছে। অস্ট্রেলিয়া এরকমটা করে থাকে। ফালতু বোল-বচ্চন বিরক্তিকর। মাঠে পারফর্ম করো না। মুখে এত কিছু বলার কী প্রয়োজন!’