চেপে ধরছে আতঙ্ক, একইদিনে HMPV-তে আক্রান্ত ৩ শিশু
HMPV: একইদিনে তিন শিশুর আক্রান্তের খোঁজ মিলেছে। কর্নাটকেই দুই আক্রান্তের খোঁজ মিলেছে। গুজরাটে আক্রান্ত এক শিশু। তিনজনই শিশু।
বেঙ্গালুরু: দেশেও ঢুকে পড়ল এইচএমপিভি। চিনের নয়া ভাইরাসের খোঁজ মিলেছে ভারতে। একইদিনে তিন শিশুর আক্রান্তের খোঁজ মিলেছে। কর্নাটকে দুই আক্রান্তের খোঁজ মিলেছে। এক আক্রান্তের খোঁজ মিলেছে গুজরাটে। তিনজন আক্রান্তই শিশু।
আজ, সোমবার সকালেই দেশে প্রথম এইচএমপিভি আক্রান্তের খোঁজ মেলে। আট মাসের এক শিশু আক্রান্ত হয়। বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু। এর কিছুক্ষণ পরই জানা যায়, ওই হাসপাতালেই আরও এক শিশু আক্রান্ত হয়েছে। তিন মাসের শিশুকন্যার রিপোর্টও পজেটিভ আসে।
জানা গিয়েছে, ব্রঙ্কোনিউমোনিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল তিন মাসের শিশুকন্যা। এইচএমপিভি (HMPV) আক্রান্ত শিশুকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আট মাসের আক্রান্ত শিশু এখনও চিকিৎসাধীন। ব্রঙ্কোনিউমোনিয়ার উপসর্গ রয়েছে এই শিশুরও। তবে ক্রমশ সুস্থ হয়ে উঠছে শিশু।
অন্যদিকে, গুজরাটের আহমেদাবাদেও এক আক্রান্তের খোঁজ মিলেছে। সেখানে দুই মাসের এক শিশু এইচএমপিভি-তে আক্রান্ত হয়েছে। শিশুটি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
উল্লেখ্য, আক্রান্ত তিন শিশুর কারোরই বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। কীভাবে তিন শিশু আক্রান্ত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আইসিএমআর গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকেও নিয়মিত আপডেট নেওয়া হচ্ছে।
ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে সতর্কতা জারি করা হয়েছে। দিল্লি, মহারাষ্ট্র সরকারও সতর্কতা জারি করা হয়েছে।