Ghatal Master Plan: কবে আসবে ৩১ ডিসেম্বর? প্রতিশ্রুতির বন্যায় ‘ভাসবে’ ঘাটাল মাস্টারপ্ল্যান?

Ghatal Master Plan: বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, ২০২৪ সালের ৭ এপ্রিল লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর (দেব) প্রচারে ঘাটালের বিবেকানন্দ মোড়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছিলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু হবে। কিন্তু ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু হয়নি। তাঁর অভিযোগ, চুরি করার জন্য কয়েকটি ছোট খাল কাটাইয়ের কাজ শুরু হয়েছে।

Ghatal Master Plan: কবে আসবে ৩১ ডিসেম্বর? প্রতিশ্রুতির বন্যায় 'ভাসবে' ঘাটাল মাস্টারপ্ল্যান?
বিজেপির কটাক্ষের কী জবাব দিল তৃণমূল?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 01, 2025 | 10:28 PM

ঘাটাল: দীর্ঘ কয়েক দশক ধরে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে আলোচনা চলছে। লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, কেন্দ্র টাকা না দিলে রাজ্য ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করবে। লোকসভার প্রচারে ঘাটাল মাস্টারপ্ল্যানে জোর দিয়েছিলেন তৃণমূল প্রার্থী দেব। আর দেবকে পাশে নিয়ে নির্বাচনী প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু হবে। গতকাল ছিল ৩১ ডিসেম্বর। আর বর্ষশেষে সেই ‘প্রতিশ্রুতি’-কে কটাক্ষ করে ঘাটালে পোস্টার দিল বিজেপি। পোস্টার সাঁটলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট।

কী লেখা পোস্টারে? বিজেপির পোস্টারে লেখা রয়েছে, “ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাল ভরা প্রতিশ্রুতি কোথায় গেল! ঘাটাল মাস্টারপ্ল্যানের শ্বেতপত্র এখনও প্রকাশ করা হল না কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ৩১ ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু হবে। এই প্রতিশ্রুতি কোথায় গেল ঘাটালবাসী জানতে চায়।” ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে এমনই একাধিক অভিযোগ তুলে ঘাটাল শহরের বিভিন্ন এলাকায় পোস্টার দিলেন বিজেপি বিধায়ক শীতল কপাট। মঙ্গলবার ঘাটাল শহরের বিভিন্ন এলাকায় ঘাটালের বিজেপি বিধায়ক দলের কর্মী, সমর্থকদের নিয়ে এই পোস্টার দেন।

বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, ২০২৪ সালের ৭ এপ্রিল লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর (দেব) প্রচারে ঘাটালের বিবেকানন্দ মোড়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছিলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু হবে। কিন্তু ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু হয়নি। তাঁর অভিযোগ, চুরি করার জন্য কয়েকটি ছোট খাল কাটাইয়ের কাজ শুরু হয়েছে। এমনকি কেন্দ্রের সহযোগিতা ছাড়া ঘাটাল মাস্টারপ্ল্যান করা সম্ভব নয় বলেও তিনি জানিয়েছেন।

এই খবরটিও পড়ুন

পাল্টা বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ কর। বলেন, “ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বিজেপির কোনও মাথাব্যথা নেই। সংসদে সাংসদ দীপক অধিকারী বলেছেন। মুখ্যমন্ত্রী বারবার আবেদন করেছেন। কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপই করেনি। কেন্দ্র কেন টাকা দেয়নি, সেই প্রশ্নের আগে জবাব দিক বিজেপি।” ফেব্রুয়ারি মাসে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু হবে বলে তিনি জানান।

ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, “উনি কি বলেছিলেন ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শুরু হবে? সে তো ২০৩০ সালের ৩১ ডিসেম্বরও শুরু হতে পারে। আপনাদের তারিখ বলেছেন। সাল কি বলেছেন? সাল যখন বলেননি, তখন ঠিকই করেছেন।”