Mamata Banerjee: বাংলা আছে ভাল, তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো: মমতা

Mamata Banerjee: চলতি বছরে লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২৯টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। আবার রাজ্যের গোটা দশেক বিধানসভা আসনের উপনির্বাচনেও বিরোধীরা কোনও আসন পায়নি। তৃণমূলের পাশে থাকার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: বাংলা আছে ভাল, তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো: মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 31, 2024 | 11:38 PM

কলকাতা: লোকসভা নির্বাচন। বেশ কয়েকটি বিধানসভা আসনে উপনির্বাচন। চলতি বছরে ভোট ময়দানে তৃণমূলের সাফল্যের কথা তুলে ধরে বছর শেষে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বছর শেষে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, “মা মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভাল, তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো।” বছর শেষে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স এবং ইউটিউব অ্যাকাউন্টে এদিন একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ১২ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিয়ো। চলতি বছরে লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২৯টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। আবার রাজ্যের গোটা দশেক বিধানসভা আসনের উপনির্বাচনেও বিরোধীরা কোনও আসন পায়নি। তৃণমূলের পাশে থাকার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা। ভিডিয়োর সঙ্গে একটি বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, “মা মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভাল, তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো।”

বর্ষশেষে সোশ্যাল মিডিয়ায় ২০২৪ সালে তৃণমূলের সাফল্যের কথা তুলে ধরেছেন শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলকে আশীর্বাদের জন্য ‘গণদেবতা’-কে ধন্যবাদ জানিয়েছেন তিনি। লেখেন, “তাঁদের আশীর্বাদ ছাড়া আমরা অসম্পূর্ণ থাকব। বিদায়ী বছরে স্মরণীয় করার জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ।”

এই খবরটিও পড়ুন