Elephant Attack: জিনাত গেছে, এসেছে হাতি, মেরেই ফেলল এক ব্যক্তিকে
Elephant Attack: জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে প্রাতঃক্রিয়া সারছিলেন যাওয়ার সময় দলছুট একটি হাতির সামনে পড়ে যায় ওই ব্যক্তি। এরপরই শুড়ে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে আনন্দপুর থানার পুলিশ।
কেশপুর: এই কয়েকদিন হল। জিনাতের আতঙ্কে রীতিমতো তটস্থ হয়ে গিয়েছিলেন বাঁকুড়া, ঝাড়গ্রামের মানুষজন। সেই আতঙ্কে কাটতে না কাটতেই এবার হাজির হাতি। দাঁতালের আক্রমণে মৃত্যু এক ব্যক্তির। মৃতের নাম নিমাই ভুঁইঞা (৬৫)।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে প্রাতঃক্রিয়া সারছিলেন যাওয়ার সময় দলছুট একটি হাতির সামনে পড়ে যায় ওই ব্যক্তি। এরপরই শুড়ে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে আনন্দপুর থানার পুলিশ। প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরে আড়াবাড়ি রেঞ্জের শোলিডিহা সহ একাধিক এলাকায় ঘুরে বেড়ায় একটি দলছুট দাঁতাল হাতি। ঘটনায় শোকের ছায়া নেমে আসে ওই পরিবারে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা-আন্ধারি ব্যাঘ্র প্রকল্প থেকে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয় তিন বছরের জিনাতকে। তারপর রেডিয়ো কলার পরিয়ে ২৪ নভেম্বর তাকে সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হয়। এরপর আচমকা সেখান থেকে পালিয়ে বাংলায় আসে জিনাত। ২০০ কিলোমিটার দৌড়ে ২০ ডিসেম্বর ঢুকে পড়ে বেলপাহাড়ির কটাচুয়ার জঙ্গল। সেদিন আরও ১২ কিলোমিটার পথে পেরিয়ে পৌঁছে যায় বেলপাহাড়ির তেলিঘানার জঙ্গল। এরপরের দিন ১০ কিলোমিটার উজিয়ে পৌঁছে যায় বান্দোয়ানের রাইকা পাহাড়ে। তারপর আবার সেখান থেকে বাঁকুড়ার মুকুটমণিপুরে। শেষ দুদিনে সেখানেই ছিল জিনাত। অবশেষে পড়ে জিনাত।