RG Kar: তিলোত্তমার ঘটনায় শেষ সাক্ষ্যগ্রহণ, আদালতে সিভিকের সর্বোচ্চ শাস্তি চাইল CBI

Kolkata: তথ্য প্রমাণ ও পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যা রয়েছে তাতে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলেই আদালতে জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। আইনজীবীদের একাংশের মতে, এই সর্বোচ্চ শাস্তির অর্থ হল ফাঁসি।

RG Kar: তিলোত্তমার ঘটনায় শেষ সাক্ষ্যগ্রহণ, আদালতে সিভিকের সর্বোচ্চ শাস্তি চাইল CBI
আরজি করের ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি চাইল আদালতImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2025 | 2:37 PM

কলকাতা: নিম্ন আদালতে এতদিন ধরে চলছিল তিলোত্তমার মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব। সেই সাক্ষ্যদান পর্ব শেষ হতেই অভিযুক্ত সিভিক ভলান্টিয়রের সর্বোচ্চ শাস্তির আবেদন করল কেন্দ্রীয় এজেন্সি। এই ঘটনা বিরলতম বলেও উল্লেখ করা হয়েছে আদালতে।

জানা যাচ্ছে, শুক্রবার শেষ হয়েছে সাক্ষ্যগ্রহণ পর্ব। তারপর সিবিআই শিয়ালদহ আদালতে বিচারকের কাছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়রের সর্বোচ্চ শাস্তির আর্জি জানিয়েছে। তথ্য প্রমাণ ও পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যা রয়েছে তাতে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলেই আদালতে জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। আইনজীবীদের মতে, এই সর্বোচ্চ শাস্তির অর্থ হল ফাঁসি।

প্রসঙ্গত, আরজি করের ঘটনার কিছুদিন পরই দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। সেই ঘটনাতেও তোলপাড় হয় গোটা রাজ্য। ৬১ দিনের মাথায় অভিযুক্তকে দোষীসাব্যস্ত করেন বারুইপুর পকসো আদালতের বিচারক সুব্রত চট্টোপাধ্যায়। ফাঁসির নির্দেশ দেন তিনি। শুধু কুলতলি নয়, একই ভাবে জয়নগরের ঘটনার ঠিক পরে একইভাবে মুর্শিদাবাদেও এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। সেখানেও ৬১ দিনের মধ্যে দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। যাবজ্জীবন কারদণ্ড দেওয়া হয় তাদের।