Locket Chatterjee: আদালতে হাজিরা লকেটের, দেখা মাত্রই ‘জয় বাংলা’ স্লোগান তৃণমূলের, পাল্টা বাংলাদেশ ‘খোঁচা’ বিজেপি নেত্রীর

Locket Chatterjee: যদিও তৃণমূলের চোর স্লোগান এবং গো ব্যাক স্লোগানকে পাত্তা দিতে নারাজ লকেট। তৃণমূলের জয়বাংলা স্লোগান নিয়ে লকেট পাল্টা প্রতিক্রিয়াও দেন। বলেন, পাশেই বাংলাদেশ আগে সেটা সামলাক, তারপর তারা জয় বাংলা স্লোগান দেবে।

Locket Chatterjee: আদালতে হাজিরা লকেটের, দেখা মাত্রই ‘জয় বাংলা’ স্লোগান তৃণমূলের, পাল্টা বাংলাদেশ ‘খোঁচা’ বিজেপি নেত্রীর
লকেটকে দেখেই উঠল স্লোগান Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2025 | 3:27 PM

দিনহাটা: লকেটকে দেখে জয় বাংলা স্লোগান দিনহাটায়। গো ব্যাক ধ্বনি তৃণমূলের। ২০১৭ সালের একটি মামলার হাজিরা দিতে এদিন দিনহাটা মহকুমা আদালতে এসেছিলেন রাজ্য বিজেপি নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আদালতে হাজিরা দিয়ে বেরোনোর সময় তাঁকে দেখে ‘চোর চোর’ স্লোগান দেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সঙ্গে ‘জয় বাংলা’ স্লোগান, ‘গো ব্যাক’ স্লোগানও ওঠে। তৃণমূল কংগ্রেস কর্মীদের বক্তব্য লকেট যেখানেই যান সেখানেই ধর্মীয় সুরসুরি দিয়ে বিভাজন তৈরি করার চেষ্টা করেন। তাই দিনহাটার মাটিতে তাঁর জায়গা নেই।

যদিও তৃণমূলের চোর স্লোগান এবং গো ব্যাক স্লোগানকে পাত্তা দিতে নারাজ লকেট। তৃণমূলের জয়বাংলা স্লোগান নিয়ে লকেট পাল্টা প্রতিক্রিয়াও দেন। বলেন, পাশেই বাংলাদেশ আগে সেটা সামলাক, তারপর তারা জয় বাংলা স্লোগান দেবে। অপরদিকে মামলা প্রসঙ্গে লকেট জানান, ২০১৭ সালে তাদের উপরে আক্রমণ করা হয়েছিল অথচ হয়রানি করতে তাঁদের নামে মামলা করে তৃণমূল কংগ্রেস। তাই যতদিন না পর্যন্ত রাজ্যে বিজেপি সরকার হবে ততদিন পর্যন্ত তাদের এইসব হয়রানি মেনেই এগিয়ে যেতে হবে।

এই খবরটিও পড়ুন

অপরদিকে দিনহাটার বিভিন্ন এলাকায় দিল্লি পুলিশের সার্ভে করা নিয়ে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী কোচবিহার জেলার ডি এম ও এসপিকে করা ধমক দিয়েছেন। এ প্রসঙ্গেও সরব হয়েছেন লকেট। তাঁর সাফ কথা, যদি এ রাজ্যের পুলিশ বাংলাদেশি ধরতে না পারে তাহলে দিল্লি পুলিশ বা অসম পুলিশ তো আসবেই।