BSF: কুয়াশার সুযোগেই বর্ডারে এই কাজের চেষ্টা! BSF কাছে যেতেই স্তম্ভিত
BSF:জানা যাচ্ছে, বুধবার ভোরে ঘন কুয়াশার আড়ালে ভারত থেকে বাংলাদেশে নোটগুলি পাচারের চেষ্টা চলছিল। পাচারকারীরা পালিয়ে যাওয়ার জন্য কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। একটি ব্যাগে ভরে এই বিদেশি নোটগুলি পাচারের পরিকল্পনা ছিল।
কোচবিহার: কখনও গরু পাচার, কখনও কয়লা পাচার। কখনও বা কাফ সিরাপ উদ্ধার করেছে বিএসএফ। এবার তো ভারত-বাংলাদেশ সীমান্তে যা উদ্ধার হয়েছে তাতে কার্যত চোখ কপালে ওঠার জোগাড়। ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের আগে বিপুল পরিমাণ মার্কিন ডলার ও বাংলাদেশি টাকা উদ্ধার করল বিএসএফ। এই ঘটনায় সীমান্ত এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিএসএফ সূত্রে খবর, উদ্ধার হওয়া মার্কিন ডলারের পরিমাণ এক লক্ষ তিন হাজার আটশো USD (যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯ লক্ষ টাকা)। পাশাপাশি এক লক্ষ বাংলাদেশি টাকাও বাজেয়াপ্ত করা হয়। জানা গিয়েছে, বিএসএফ-এর গৌহাটি ফ্রন্টিয়ারের ১৩৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের তৎপরতায় কোচবিহার জেলার ঝিকরি সীমান্তে এই বিপুল বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছে।
জানা যাচ্ছে, বুধবার ভোরে ঘন কুয়াশার আড়ালে ভারত থেকে বাংলাদেশে নোটগুলি পাচারের চেষ্টা চলছিল। পাচারকারীরা পালিয়ে যাওয়ার জন্য কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। একটি ব্যাগে ভরে এই বিদেশি নোটগুলি পাচারের পরিকল্পনা ছিল।
তবে বাংলাদেশে চলমান পরিস্থিতি ও রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই মার্কিন ডলার পাচারের ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে? কূটনৈতিক বিশেষজ্ঞরা সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। ঘটনাটি নিয়ে বিএসএফ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা যৌথভাবে তদন্ত চালাচ্ছে।