RSS: ‘বিশ্বের একজন গুরুর প্রয়োজন’, ভারতকে সেই দায়িত্ব নেওয়ার আর্জি RSS-র প্রধানের

RSS: মোহন ভগবতের কথায়, এই সমস্যাগুলির সমাধানের জন্য একটি চালিকাশক্তির প্রয়োজন। তাঁর বিশ্বাস, ভারতের এই ক্ষমতা রয়েছে। ভারতের সেই মূল্যবোধ ও শিক্ষা রয়েছে, যা বিশ্বকে শান্তি ও সম্প্রীতির পথ দেখাতে পারে। তিনি বলেন, "বিশ্বের একজন গুরুর প্রয়োজন। ভারতের উচিত বিশ্বগুরুর দায়িত্ব নেওয়া।"

RSS: 'বিশ্বের একজন গুরুর প্রয়োজন', ভারতকে সেই দায়িত্ব নেওয়ার আর্জি RSS-র প্রধানের
আরএসএস প্রধান মোহন ভগবত।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 04, 2025 | 6:36 PM

পুণে: বিশ্বের প্রয়োজন গুরুর। আর সেই গুরুর ভূমিকা পালন করতে পারে ভারত। একটি অনুষ্ঠানে ‘বিশ্বগুরু ভারত’ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত।

আরএসএস প্রধান মোহন ভগবত বলেন, “প্রযুক্তি ও পরিষেবার আধুনিকতার মাধ্যমে বিশ্ব এগিয়ে চলছে। কিন্তু শান্তির প্রয়োজন রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ শান্তি বিঘ্নিত করছে, দূষণ বাড়ছে। আবহাওয়ার পরিবর্তনের কারণেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। যখন বৃষ্টির প্রয়োজন, তখন বৃষ্টি হচ্ছে না, আর যখন বৃষ্টি হচ্ছে, তখন সব ধুয়ে মুছে নিয়ে চলে যাচ্ছে।”

মোহন ভগবতের কথায়, এই সমস্যাগুলির সমাধানের জন্য একটি চালিকাশক্তির প্রয়োজন। তাঁর বিশ্বাস, ভারতের এই ক্ষমতা রয়েছে। ভারতের সেই মূল্যবোধ ও শিক্ষা রয়েছে, যা বিশ্বকে শান্তি ও সম্প্রীতির পথ দেখাতে পারে। তিনি বলেন, “বিশ্বের একজন গুরুর প্রয়োজন। ভারতের উচিত বিশ্বগুরুর দায়িত্ব নেওয়া।”

তিনি আরও বলেন, “একটা অসুর শক্তি, অশুভ মনোভাব তৈরি হয়েছে একপক্ষের মধ্য়ে, যারা সবকিছু নিজেদের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে চায়। অন্য একটি দিক যায় শান্তি। যারা নিজে বাঁচা ও অন্যকে বাঁচতে দেওয়ায় বিশ্বাস করে। আমাদের অন্যদের ঈশ্বরকে নিয়ে মজা করা উচিত নয়। সকলের মিলেমিশে থাকা উচিত।”

সংবিধান নিয়ে কথা বলতে গিয়ে আরএসএস প্রধান বলেন, “নাগরিকদের অধিকার কখনও বদলানো যায় না। নাগরিকদের উচিত নিয়ম-কানুন মেনে চলা।”