ICC Champions Trophy 2025: গম্ভীরদের হাতে আর ৬দিন! চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ডেডলাইন আইসিসির

আসন্ন ইংল্যান্ড ওডিআই সিরিজে ৩টি ম্যাচ খেলবে ভারত। এটিকে ধরা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির মঞ্চ। যে ক্রিকেটারদের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভাববেন গৌতম গম্ভীর, অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি তাঁদের ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে দেখা যাবে।

ICC Champions Trophy 2025: গম্ভীরদের হাতে আর ৬দিন! চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ডেডলাইন আইসিসির
চ্যাম্পিয়ন্স ট্রফিImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 06, 2025 | 2:49 PM

কলকাতা: বর্ডার গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy) হারের ক্ষতে প্রলেপ পড়তে সময় লাগবে। কিন্তু ভারতীয় টিমকে এগিয়ে যেতে হবে। কয়েকদিন পর ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া (Team India)। তারপর রয়েছে ওডিআই সিরিজ। আর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)। ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্টে শুরু হতে চলেছে। আইসিসির এই টুর্নামেন্টে কেমন হবে ভারতের টিম? তা নিয়ে চলছে আলোচনা। এই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড নিয়ে ডেডলাইন দিল আইসিসি।

এক আইসিসি কর্তা বলেছেন, ‘প্রতিটি দলকে ১২ জানুয়ারির মধ্যে তাদের প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এতে পরিবর্তন করার সুযোগ রয়েছে। এ বার দলগুলো ঠিক করবে যে তারা এখনই স্কোয়াড ঘোষণা করবে নাকি নয়। আইসিসির পক্ষ থেকে ১৩ ফেব্রুয়ারি স্কোয়াডগুলো ঘোষণা করা হবে।’

এই খবরটিও পড়ুন

সেই দিক থেকে দেখতে হলে আর ১ মাস ৬ দিন পর চ্যাম্পিয়ন্স ট্রফির অংশগ্রহণকারী দেশগুলোর স্কোয়াড কী হবে জানা যাবে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে এ বার বড় পরীক্ষা। কারণ সদ্য বর্ডার গাভাসকর ট্রফি হারল ভারত। তার উপর সামনেই ইংল্যান্ড সিরিজ। আসন্ন ইংল্যান্ড ওডিআই সিরিজে ৩টি ম্যাচ খেলবে ভারত। এটিকে ধরা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির মঞ্চ। যে ক্রিকেটারদের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভাববেন গৌতম গম্ভীর, অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি তাঁদের ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে দেখা যাবে। সেখানে জসপ্রীত বুমরাকে দেখা যাবে কিনা, সেদিকেও সকলের নজর থাকবে।