Hooghly: ট্রেনে এই মহিলা ওঠার পর থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছিল, যাত্রীরা অভিযোগ করেন, ট্রেন থেকে নামার পরই মহিলাকে গ্রেফতার করল জিআরপি

Hooghly: পুলিশ ব্যাগে তল্লাশি চালিয়ে দেখে, ছোট ছোট কচ্ছপ রয়েছে তার মধ্যে। ২১ টি কচ্ছপ দুটি ব্যাগে করে নিয়ে যাচ্ছিলেন মহিলা। জেরা করে জিআরপি জানিয়েছে,   বিহার থেকে দূন এক্সপ্রেসে ওই কচ্ছপ নিয়ে আসা হয়েছিল।

Hooghly: ট্রেনে এই মহিলা ওঠার পর থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছিল, যাত্রীরা অভিযোগ করেন, ট্রেন থেকে নামার পরই মহিলাকে গ্রেফতার করল জিআরপি
গ্রেফতার মহিলাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 06, 2025 | 12:39 PM

হুগলি:   মাছ বাজারের কাছেই দাঁড়িয়ে ছিলেন মহিলা। হাতে একটা বাজারের ব্যাগ। ওই মহিলা ট্রেন থেকে নেমে বাজারের পথ ধরে এগোচ্ছিলেন। কিন্তু যাত্রীরা খবর দিয়েছিল জিআরপিতে। ওই মহিলা যখন থেকে ট্রেনে উঠেছিলেন, তখন থেকেই অদ্ভূত গন্ধ বেরোচ্ছিল। পরে বোঝা যায়, সেই গন্ধটা মহিলার ব্যাগ থেকেই আসছিল। কিন্তু ব্যাগ নিয়ে ট্রেন থেকে নেমে যাওয়ার পর সেটাই উধাও হয়ে যায়। তাতেই সন্দেহ দানা বাঁধে। এদিকে আবার জিআরপি-র কাছেও গোপন সূত্রে খবর ছিল। জিআরপি গিয়ে ওই মহিলার গিয়ে ধরতেই গন্ধের উৎসের পর্দাফাঁস। চন্দননগর স্টেশন থেকে এক মহিলাকে আটক করল জিআরপি।

পুলিশ ব্যাগে তল্লাশি চালিয়ে দেখে, ছোট ছোট কচ্ছপ রয়েছে তার মধ্যে। ২১ টি কচ্ছপ দুটি ব্যাগে করে নিয়ে যাচ্ছিলেন মহিলা। জেরা করে জিআরপি জানিয়েছে,   বিহার থেকে দূন এক্সপ্রেসে ওই কচ্ছপ নিয়ে আসা হয়েছিল।

গোপন সূত্রে খবর পেয়ে শেওড়াফুলি জিআরপি চন্দননগর স্টেশন মহিলাকে আটক করে। চন্দননগর স্টেশন লাগোয়া মাছ বাজারের কাছে ব্যাগ তল্লাশিতে কচ্ছপ পাওয়া যায়। বেআইনিভাবে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। এখানে কার কাছে বিক্রি করা হত,মহিলার সঙ্গে আর কেউ আছে কিনা তা খতিয়ে দেখছে জিআরপি।