Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: আজ জেলমুক্তি হবে চিন্ময়ের? নাকি এবার পথে নামবে সনাতনী জাগরণ মঞ্চ?

Chinmoy krishna das: এ দিকে, কিছুক্ষণ আগে চিন্ময় প্রভুর পক্ষে এগারো জন আইনজীবী চট্টগ্রামে পৌঁছেছে। সকালে আইনজীবীদের সঙ্গে চলছে বৈঠক। তারা কথা বলছে পুলিশ প্রশাসনের সঙ্গে। অপর দিকে আজ চিন্ময় কৃষ্ণ দাস জামিন না পেলে বড়োসড় আন্দোলনের ঘোষণা করতে পারে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চ।

Bangladesh: আজ জেলমুক্তি হবে চিন্ময়ের? নাকি এবার পথে নামবে সনাতনী জাগরণ মঞ্চ?
সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ
Follow Us:
| Edited By: | Updated on: Jan 02, 2025 | 10:26 AM

কলকাতা: কী হবে বৃহস্পতিবার বাংলাদেশে? এই প্রশ্নের উত্তরের দিকেই তাকিয়ে প্রায় সকলে। কারণ আজ সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি রয়েছে চট্টোগ্রাম আদালতে। জানা যাচ্ছে ভারতীয় সময় ১০ টা থেকে ১১ তার মধ্যে তাঁকে আদালতে তোলার সম্ভাবনা। পুলিশ, RAB, সেনা বাহিনীর জওয়ান রয়েছে নিরপত্তার দায়িত্বে। আদালত চত্বরে নিয়ন্ত্রণ করা হয়েছে সাধারণ জনগণের প্রবেশাধিকার। অপ্রীতিকর ঘটনা এড়াতে এই ব্যবস্থা বলে জানা গিয়েছে। আজ কি জামিন পাবেন সন্ন্যাসী?

এ দিকে, কিছুক্ষণ আগে চিন্ময় প্রভুর পক্ষে এগারো জন আইনজীবী চট্টগ্রামে পৌঁছেছে। সকালে আইনজীবীদের সঙ্গে চলছে বৈঠক। তারা কথা বলছে পুলিশ প্রশাসনের সঙ্গে। অপর দিকে আজ চিন্ময় কৃষ্ণ দাস জামিন না পেলে বড়োসড় আন্দোলনের ঘোষণা করতে পারে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চ।

প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হয়েছেন চিন্ময়। অনেকদিন ধরেই তিনি রয়েছেন জেলে। আর চিন্ময়কে গ্রেফতারের পর থেকে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। সংখ্যালঘুদের উপর বেপরোয়া অত্যাচার  চালায় কট্টোরপন্থীরা। এ দিকে, চিন্ময়ের মুক্তি নিয়ে আদালতে কম টালবাহানা হয়নি। কখনও তাঁর আইনজীবীকে হেনস্থা কখনও আবার তাঁদের মারধরেরও অভিযোগ উঠেছে। ইতিমধ্যে জেলে অসুস্থ হয়ে পড়েছেন সন্ন্যাসী। ফলে আজ কি হবে সেদিকেই তাকিয়ে সকলে।