Virat Kohli: ‘থিয়েটার মিস করব…’, কোহলিকে নিয়ে বিরাট মন্তব্য প্যাট কামিন্সের

India vs Australia Test Series: জসপ্রীত বুমরা মাঠ ছাড়ার পর ক্যাপ্টেন্সি করেছেন বিরাটই। এমনকি মেলবোর্ন টেস্টেও একটা সেশনে দেখা গিয়েছিল, ক্যাপ্টেনের কাজ করছেন বিরাটই। তাঁকে নিয়ে এ বার বিরাট মন্তব্য অজি অধিনায়ক প্যাট কামিন্সের।

Virat Kohli: 'থিয়েটার মিস করব...', কোহলিকে নিয়ে বিরাট মন্তব্য প্যাট কামিন্সের
Image Credit source: Santanu Banik/Speed Media/Icon Sportswire via Getty Images
Follow Us:
| Updated on: Jan 05, 2025 | 3:34 PM

অস্ট্রেলিয়ার মাটিতে কি শেষ টেস্ট খেলে ফেলেছেন বিরাট কোহলি? আপাতত যা পরিস্থিতি, বলাই যায়। কেরিয়ারের শেষ টেস্ট খেলেছেন কি না নিশ্চিত নয়। তবে টেস্ট ক্রিকেটের মর্যাদা ফেরাতে বিরাট কোহলির অবদান যে অনেকটা, এ বিষয়ে দ্বিমত নেই। ক্রমশ ধুঁকছিল টেস্ট ক্রিকেট। কিন্তু বিরাটের ক্যাপ্টেন্সি, মাঠে তাঁর এনার্জি, টেস্ট ক্রিকেটকে আর বোরিং থাকতে দেয়নি। যার ঝলক পাওয়া গিয়েছে সিডনি টেস্টেও। জসপ্রীত বুমরা মাঠ ছাড়ার পর ক্যাপ্টেন্সি করেছেন বিরাটই। এমনকি মেলবোর্ন টেস্টেও একটা সেশনে দেখা গিয়েছিল, ক্যাপ্টেনের কাজ করছেন বিরাটই। তাঁকে নিয়ে এ বার বিরাট মন্তব্য অজি অধিনায়ক প্যাট কামিন্সের।

সদ্য কেরিয়ারের একটা বড় আক্ষেপ পূরণ হয়েছে প্যাট কামিন্সের। প্লেয়ার হিসেবে কোনও দিন বর্ডার-গাভাসকর ট্রফি জয়ের স্বাদ পাননি। অবশেষে প্লেয়ার এবং ক্যাপ্টেন, একসঙ্গে সেই স্বাদ। তাঁর নেতৃত্বে প্রায় এক দশক পর বর্ডার-গাভাসকর ট্রফি অস্ট্রেলিয়ার। প্যাট কামিন্সের অবশ্য আক্ষেপ বিরাট কোহলিকে নিয়ে। এই সিরিজ হতাশার কেটেছে বিরাটের। সে কারণেই মনে করা হচ্ছে, এই ফরম্যাটে অস্ট্রেলিয়ায় আর খেলতে দেখা যেতে নাই পারে। সেই সম্ভাবনাই বেশি।

এই খবরটিও পড়ুন

প্যাট কামিন্স বলছেন, ‘বিরাট মাঠে থাকা মানেই দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা। ম্যাচের মধ্যে নাটকীয় মোড় নিয়ে আসে। সেটা যেমন একদিকে ভালো, তেমনই কখনও প্রতিপক্ষর পরিস্থিতি সঙ্গীন করে দেয়। আমি নিশ্চিত, এটা ও পরিকল্পনাতেই করে থাকে। ওর বিরুদ্ধে খেলা একটা আলাদা মাত্রা রাখা থাকে। এই প্রজন্মের স্টার ব্যাটার। ওর উইকেটটা পাওয়া মানে জেতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এটা যদি ওর শেষ সিরিজ হয়, তা খুবই দুঃখের হবে।’