Gautam Gambhir: ‘ওর কোনও অধিকার ছিল না…’, এখনও ক্ষোভে ফুঁসছেন গৌতম গম্ভীর

India vs Australia Test Series: টিম পেইন ও বিরাট কোহলির চেষ্টা বাম্প হলেও সেটা সীমা ছাড়ায়নি। তবে এ বারের সিরিজে স্যাম কন্টাস-বিরাট কোহলি বিষয়টি বড় হয়ে দাঁড়িয়েছিল। এর জন্য জরিমানাও করা হয়েছে বিরাটকে। এমনকি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট ১ ডিমেরিট পয়েন্টও দিয়েছিলেন। কিন্তু অন্য একটি ঘটনাও দেখা গিয়েছে।

Gautam Gambhir: 'ওর কোনও অধিকার ছিল না...', এখনও ক্ষোভে ফুঁসছেন গৌতম গম্ভীর
Image Credit source: Ayush Kumar/SOPA Images/LightRocket via Getty Images
Follow Us:
| Updated on: Jan 05, 2025 | 4:43 PM

ভারত-অস্ট্রেলিয়া সিরিজে উত্তেজনা হবেই। সেটা যতক্ষণ সীমার মধ্যে থাকে, সমস্যা নেই। তবে সীমা পেরিয়ে গেলে, অবশ্যই ভাবার বিষয়। ভারত-অস্ট্রেলিয়া প্রতিটা সিরিজেই এমন হয়। গত দুই সফরেও দেখা গিয়েছিল। স্টাম্প মাইকে অনেক মজার কথাবার্তাও ধরা পড়েছিল। সবটাই মজার ছলেই। টিম পেইন ও বিরাট কোহলির চেষ্টা বাম্প হলেও সেটা সীমা ছাড়ায়নি। তবে এ বারের সিরিজে স্যাম কন্টাস-বিরাট কোহলি বিষয়টি বড় হয়ে দাঁড়িয়েছিল। এর জন্য জরিমানাও করা হয়েছে বিরাটকে। এমনকি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট ১ ডিমেরিট পয়েন্টও দিয়েছিলেন। কিন্তু অন্য একটি ঘটনাও দেখা গিয়েছে। যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন ভারতের কোচ গৌতম গম্ভীর।

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অভিষেক হয় অস্ট্রেলিয়া ১৯ বছরের তরুণ ওপেনার স্যাম কন্টাসের। প্রথম ইনিংসে জসপ্রীত বুমরার বোলিংয়ে আক্রমণাত্মক ব্যাটিং করেন স্যাম কন্টাস। যা দর্শকদের বিনোদন দিয়েছিল। বিশ্বের সেরা পেসারের প্রথম স্পেলে ৩৮ রান তুলেছিলেন। রিভার্স স্কুপও খেলেছেন। তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনেকেই। বিরাট কোহলির সঙ্গে ঘটনা নিয়েও পরিণত মানসিকতাই দেখিয়েছিলেন। কিন্তু সবচেয়ে বড় ভুলটা করে বসেন বুমরার সঙ্গে তর্ক জুড়ে।

বক্সিং ডে টেস্টের দ্বিতীয় ইনিংসে স্যাম কন্টাসকে অওকাত বুঝিয়ে দিয়েছিলেন জসপ্রীত বুমরা। মিডল স্টাম্প ছিটকে দিয়েছিলেন। সিডনি টেস্টের প্রথম দিনের একটি ঘটনা সীমা ক্রস করার মতোই। যা নিয়ে অজি কিংবদন্তিরাও অসন্তোষ প্রকাশ করেছিলেন। দিনের খেলার শেষ সময় মাত্র দুটি ডেলিভারি বাকি। স্ট্রাইকে ছিলেন উসমান খোয়াজা। তিনি রেডি ছিলেন না। বুমরা বোলিং রান আপ নিতেই আম্পায়ার হাত দেখান।

এই খবরটিও পড়ুন

এই অবধি ঠিক ছিল। হঠাৎই ননস্ট্রাইকারে থাকা স্যাম কন্টাস তর্ক জুড়ে দেন বুমরার সঙ্গে। শান্ত মাথার বুমরাও তাঁর দিকে এগিয়ে যান। আম্পায়ার দ্রুত পরিস্থিতি সামাল দেন। দিনের শেষ ডেলিভারিতে উসমান খোয়াজার উইকেট নিয়ে যোগ্য জবাব দেন বুমরা। সিডনি টেস্টে অফিসিয়ালি ক্যাপ্টেন্সি করছিলেন জসপ্রীত বুমরা। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে স্যাম কন্টাসের আচরণ নিয়ে ক্ষোভ আটকে রাখতে পারেননি হেড কোচ গৌতম গম্ভীরও। বলেন, ‘এটা পুরুষদের খেলা। কিছু সিচুয়েশন টাফ হয়। সবসময় নরম থাকা যায় না। বুমরা কোনও ভুল করেছিল বলে মনে করি না।’

কন্টাসকে নিয়ে গম্ভীর আরও যোগ করেন, ‘ওর কোনও অধিকারই ছিল না বুমরার সঙ্গে কথা বলার। উসমান খোয়াজা সময় নষ্ট করছিল। ওর কোনও প্রয়োজন ছিল না বুমরার সঙ্গে তর্ক জুড়ে দেওয়ার। সেটা আম্পায়ারের দেখার কথা। টেস্ট ক্রিকেট মানে প্রতিনিয়ত উন্নতি করা। প্রথম বল থেকে মারলেই কেউ বিশাল কিছু হয়ে যায় না। লাল-বলকে সম্মান দিতে হয়।’ যদিও এসব বিষয়কে অতীত বলেই মনে করছেন গম্ভীর। তবে কন্টাসের আচরণে যে ক্ষুব্ধ, সেটা পরিষ্কার বোঝা গিয়েছে।