IND vs AUS: এক দশক পর বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া ভারতের, WTC-র ফাইনালে অজিরা
India vs Australia New Year Test Day 3: ক্যাপ্টেন হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন, ওয়ান ডে বিশ্বকাপও। আক্ষেপ ছিল বর্ডার-গাভাসকর ট্রফি জয়। প্লেয়ার এবং ক্যাপ্টেন, আক্ষেপ পূরণ হল প্যাট কামিন্সের। সিডনিতে ৬ উইকেটে জয়। অস্ট্রেলিয়ার পক্ষে সিরিজের ফল ৩-১।
একঝাঁক আক্ষেপ, একঝাঁক স্বস্তি। ভারত-অস্ট্রেলিয়া দুই শিবিরের দুই চিত্র। যদি মহম্মদ সামি থাকতেন? বুমরা যদি সিডনিতে চোট না পেতেন? দ্বিতীয় ইনিংসে ব্যাটিং যদি আরও একটু ভালো হত। এরকম নানা আক্ষেপ ভারতীয় শিবিরে। অস্ট্রেলিয়ার প্রাপ্তি অনেক। বিশেষ করে বলতে হয় প্যাট কামিন্সের কথা। ক্যাপ্টেন হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন, ওয়ান ডে বিশ্বকাপও। আক্ষেপ ছিল বর্ডার-গাভাসকর ট্রফি জয়। প্লেয়ার এবং ক্যাপ্টেন, আক্ষেপ পূরণ হল প্যাট কামিন্সের। সিডনিতে ৬ উইকেটে জয়। অস্ট্রেলিয়ার পক্ষে সিরিজের ফল ৩-১।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তাদের প্রতিপক্ষও ঠিক হয়ে গেল। লর্ডসে দক্ষিণ আফ্রিকার সামনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সিডনিতে টেস্ট, সিরিজ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিশ্চিত করতে ১৬২ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। প্রথম সেশনে ভারত অনবদ্য বোলিং করলেও এত কম রানের পুঁজি নিয়ে লড়াইটুকুই শুধু হল। জসপ্রীত বুমরাকে দ্বিতীয় ইনিংসে না পাওয়াটা আরও কঠিন হয়ে দাঁড়ায় ভারতের কাছে।
বোর্ডে কম রানের পুঁজি থাকলেও প্রসিধ কৃষ্ণর সৌজন্যে দ্রুত তিন উইকেট তুলে নিয়েছিল ভারত। কোহলির ক্যাপ্টেন্সিও ভরসা দিচ্ছিল। লাঞ্চের পর উসমান খোয়াজার উইকেট। কিন্তু বুমরার অনুপস্থিতি বারবার ধরা পড়েছে। ট্রাভিস হেড এবং বিউ ওয়েবস্টারের অপরাজিত জুটি ম্যাচ এবং সিরিজ নিশ্চিত করে। শুরু থেকে প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ এবং নীতীশ রেড্ডিকে দিয়ে বোলিং করানো হয়। ওয়াশিংটনকে বোলিংয়ে আনা হয়, তখন আর ১১ রান বাকি। অভিষেক ম্যাচ খেলতে নামা বিউ ওয়েবস্টার বাউন্ডারি মেরে ম্যাচ ফিনিশ করেন।
এই খবরটিও পড়ুন
পারথে সিরিজের প্রথম ম্যাচে হার। পিছিয়ে পড়েও পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া। এক দশক পর বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া ভারতের। ২০১৫ সালে শেষ বার অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়া। পরপর সিরিজ হারে ভারতীয় শিবিরে একঝাঁক প্রশ্ন তুলে দিল।