Jasprit Bumrah: ১৫১.২ ওভার অ্যান্ড আউট! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জসপ্রীত বুমরাকে নিয়ে আশঙ্কা রইলই
সামনেই ভারতের ইংল্যান্ড সিরিজ। তারপর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বুমরার চোটের অবস্থা কেমন? তিনি কি পুরোদমে বোলিং করার জন্য ফিট? উঠছে সেই প্রশ্ন।
কলকাতা: বর্তমান ভারতীয় ক্রিকেট টিমের বোলিং বিভাগের স্তম্ভ জসপ্রীত বুমরা। বর্ডার গাভাসকর ট্রফিতে সিরিজ সেরা তিনি। ৫ টেস্টে ৩২টি উইকেট নিয়েছেন জসপ্রীত। এই সংখ্যা আরও বাড়ত। কিন্তু তিনি সিডনি টেস্টে অজিদের দ্বিতীয় ইনিংসে বোলিং করেননি। এই টেস্টের দ্বিতীয় দিন তাঁর চোট লাগে। যে কারণে মাঠ ছাড়েন। স্ক্যান হয়েছে তাঁর। জানা গিয়েছিল, তৃতীয় দিন বোলিং করবেন কিনা তা নির্ভর করবে তাঁর শারীরিক অবস্থার উপর। বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্টের তৃতীয় দিন তিনি বোলিং করেননি। ব্যাট হাতে অবশ্য নেমেছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে মোট ১৫১.২ ওভার বোলিং করেছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। যা ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক। এই ওভারের সংখ্যাটা আরও বাড়ত সিডনি টেস্টে কামিন্সদের দ্বিতীয় সেশনে তিনি বল করলে। এ বার ডনের দেশ থেকে বর্ডার গাভাসকর ট্রফি হারিয়ে ভারতে ফিরছেন রোহিতরা। ৩-১ ব্যবধানে সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অজিরা। সামনেই ভারতের ইংল্যান্ড সিরিজ। তারপর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বুমরার চোটের অবস্থা কেমন? তিনি কি পুরোদমে বোলিং করার জন্য ফিট? উঠছে সেই প্রশ্ন।
সামনে যে ইংল্যান্ড সিরিজ রয়েছে তাতে টি-২০ ও ওডিআই ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ভারত-ইংল্যান্ড ওডিআই সিরিজকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখবে ভারত। সেখানে জসপ্রীত বুমরাকে না পাওয়া গেলে চাপ বাড়বে ভারতীয় শিবিরের। মহম্মদ সামির বর্ডার গাভাসকর ট্রফিতে না খেলা যে ভারতকে অনেকটাই চাপে ফেলল তার প্রমাণ পাওয়া গেল সিরিজ শেষ। বুমরার সঙ্গে মহম্মদ সিরাজ ছিলেন ঠিকই, কিন্তু ভারতকে সেই অর্থে অ্যাডভান্টেজ দিতে পারেননি। আর ঠিক যে কারণে সামির অভাবটা বেশি টের পেয়েছে ভারতীয় টিম।
এই খবরটিও পড়ুন
মহম্মদ সামি এখন বিজয় হাজারে ট্রফিতে খেলছেন বাংলার হয়ে। সৈয়দ মুস্তাক আলি ট্রফি শেষে পুরনো চোট আবার চাপে ফেলেছিল তাঁকে। এই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সামিকে পুরোদমে পাওয়া যাবে কিনা, তা নিশ্চিত নয়। তাতে বুমরা যদি সম্পূর্ণ ফিট না থাকেন, তা হলে ভারতীয় টিমের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন অধরাই থেকে যেতে পারে।