Gautam Gambhir: রাখঢাক নেই, BGT হেরে বিরাট-রোহিতের ভবিষ্যৎ নিয়ে অকপট গৌতম গম্ভীর

Gautam on Virat and Rohit: সিরিজ চলাকালীন বার বার বিরাট-রোহিতের অবসরের রব তুলেছিলেন ক্রিকেট প্রেমীরা। সমালোচনার শিকার হয়েছেন ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ। এ বার সিডনি টেস্টের শেষে ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের সামনে আসে বিরাট ও রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন।

Gautam Gambhir: রাখঢাক নেই, BGT হেরে বিরাট-রোহিতের ভবিষ্যৎ নিয়ে অকপট গৌতম গম্ভীর
রাখঢাক নেই, BGT হেরে বিরাট-রোহিতের ভবিষ্যৎ নিয়ে অকপট গৌতম গম্ভীরImage Credit source: Santanu Banik/Speed Media/Icon Sportswire via Getty Images
Follow Us:
| Updated on: Jan 05, 2025 | 11:05 AM

কলকাতা: অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাসকর ট্রফি জয়ের হ্যাটট্রিক করতে পারল না টিম ইন্ডিয়া। পরপর দু’বার অজি সফরে গিয়ে সিরিজ জিতে দেশে ফিরেছিল ভারতীয় টিম। এ বারের ছবিটা অন্য। ডনের দেশ থেকে খালি হাতে ফিরতে হচ্ছে রোহিত-ব্রিগেডকে। এই সিরিজে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি একেবারেই আশানুরূপ পারফর্ম করতে পারেননি। সিরিজ চলাকালীন বার বার বিরাট-রোহিতের অবসরের রব তুলেছিলেন ক্রিকেট প্রেমীরা। সমালোচনার শিকার হয়েছেন ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ। এ বার সিডনি টেস্টের শেষে ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সামনে আসে বিরাট ও রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। কোনও রাখঢাক না করেই উত্তর দিয়েছেন গৌতম।

এ বারের অজি সফরে পারথে সেঞ্চুরি ছাড়া বিরাটের ব্যাট ফিকে। এই টেস্ট সিরিজে বিরাটের ইনিংস যথাক্রমে ৫, ১০০*, ৭, ১১, ৩, ৩৬, ৫, ১৭ ও ৬। আর ভারত অধিনায়ক রোহিত শর্মা ৫ টেস্টের সিরিজের তিনটিতে খেলেছেন। এই সিরিজে তাঁর ইনিংস যথাক্রমে ৩, ৬, ১০, ৩ ও ৯। বিরাট ও রোহিতের এই পারফরম্যান্স সমালোচকদের সুযোগ করে দিয়েছে তাঁদের অবসর নিয়ে কথা বলার। বর্ডার গাভাসকর ট্রফির শেষে গৌতম গম্ভীর অবশ্য বিরাট-রোহিতের টেস্ট ভবিষ্যৎ নিয়ে ভাবিত নন বলেই জানিয়েছেন।

রোহিত শর্মা এবং বিরাট কোহলির মধ্যে এখনও রানের খিদে রয়েছে। এবং তাঁরা দলের কথা মাথায় রেখেই তাঁদের টেস্ট ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে মনে করেন গম্ভীর। ম্যাচ শেষের প্রেস কনফারেন্সে গম্ভীর বলেন, “ওরা ক্ষুধার্ত, ওরাই সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেটের জন্য সেরা কী।” ম্যাচের পরে মিডিয়া ইন্টারঅ্যাকশনে গম্ভীর বলেছিলেন। একইসঙ্গে গৌতমের মত, ড্রেসিংরুমে পরিবেশ ঠিক রাখতে হলে, সকলকে খুশি রাখতে হলে তাঁকে সবার সঙ্গে সৎ আচরণ করতে হবে।

এই খবরটিও পড়ুন

গৌতম গম্ভীর এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি চাইছেন দলের সব ক্রিকেটারই জাতীয় দলের ডিউটি না থাকলে যেন ঘরোয়া ক্রিকেটে খেলেন। তিনি বিশেষ করে উল্লেখ করেছেন, ‘লাল বলের ক্রিকেটের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে সকলকে।’ তাঁর একথা বলার অন্যতম কারণ, বিরাট কোহলি, রোহিত শর্মা সহ একাধিক সিনিয়র ক্রিকেটার গত মরসুমের রঞ্জি ট্রফিতে খেলেননি। তাই এ বার খানিক কড়া পথে হাঁটতে চাইছেন গম্ভীর।