Yuzvendra Chahal-Dhanashree Verma: আনফলো, সব ছবি ডিলিট! সম্পর্ক ভাঙছে ধনশ্রী-চাহালের?

২০২৪ সালে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্তানকোভিচ। এ বার কি তেমনই সিদ্ধান্ত নিতে চলেছেন যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মা?

Yuzvendra Chahal-Dhanashree Verma: আনফলো, সব ছবি ডিলিট! সম্পর্ক ভাঙছে ধনশ্রী-চাহালের?
Yuzvendra Chahal-Dhanashree Verma: আনফলো, সব ছবি ডিলিট! সম্পর্ক ভাঙছে ধনশ্রী-চাহালের?
Follow Us:
| Updated on: Jan 04, 2025 | 5:35 PM

কলকাতা: ডিভোর্সের রাস্তায় হাঁটতে চলেছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও ধনশ্রী ভার্মা (Dhanashree Verma)? নতুন বছরের শুরুতে ভারতীয় তারকা ক্রিকেটারের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা প্রকাশ্যে। অতীতেও চাহাল ও ধনশ্রীর বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল। এ বারও কি স্রেফ গুঞ্জন? তাঁদের ঘনিষ্ঠমহল তেমনটা বলছে না।

২০২৪ সালে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্তানকোভিচ। এ বার কি তেমনই সিদ্ধান্ত নিতে চলেছেন চাহাল? নতুন বছরে হঠাৎ করেই আলোচনায় যুজি। ইন্সটাগ্রামে ধনশ্রী ও চাহাল একে অপরকে আনফলো করে দিয়েছেন। এখানেই শেষ নয়। চাহাল নিজের ইন্সটাগ্রাম থেকে ধনশ্রীর সঙ্গে থাকা তাঁর সকল ছবি ডিলিট করে দিয়েছেন। ধনশ্রীর ইন্সটা প্রোফাইলে ঢুঁ মারলে অবশ্য এখনও তাঁর ও চাহালের একসঙ্গে ছবির দেখা মিলছে।

সোশ্যাল মিডিয়ায় যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মা ভীষণ সক্রিয়। তাঁরা প্রায়শই একে অপরের সঙ্গে ছবি শেয়ার করেন। এ বার চাহাল হঠাৎ করেই ধনশ্রীর সঙ্গে নিজের সব ছবি ইন্সটাগ্রাম থেকে সরিয়ে নেওয়ার ফলে হচ্ছে জোর আলোচনা। এরই মধ্যে আবার তারকা দম্পতির ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, গুঞ্জন নয়। সত্যিই তাঁদের মধ্যে বিচ্ছেদের চিন্তাভাবনা চলছে। তিনি বলেন, ‘ওঁদের ডিভোর্স হবেই। এই ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। যদিও বিচ্ছেদের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে যতদূর জানা গিয়েছে, দু’জনই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। শুধু তাই নয়, তিন মাসেরও বেশি সময় ধরে তাঁরা আলাদাই থাকছেন।’

এই খবরটিও পড়ুন

গত বছর ধনশ্রীর সঙ্গে ভারতের ক্রিকেটার শ্রেয়স আইয়ারের নামও একবার জড়িয়েছিল। তার ঠিক আগেই চাহাল ও তাঁর বিচ্ছেদ হতে চলেছে এমন গুঞ্জন উঠেছিল। পরবর্তীতে তাঁরা দু’জনই সকলের উদ্দেশ্যে জানান, তাঁদের মধ্যে সবকিছু ঠিক আছে। এ বারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে কিনা, তা জানা যাবে তখনই, যে সময় ধনশ্রী ও চাহাল নিজেরা এ বিষয়ে অফিসিয়ালি জানাচ্ছেন।