Gautam Gambhir: টেস্ট নয়, শুধুই টি-২০ কোচ! বর্ডার গাভাসকর ট্রফি খুইয়ে নিশানায় গৌতম গম্ভীর

Team India: গত বছর ভারত টি-২০ বিশ্বকাপ জেতার পর কোচের দায়িত্ব ছাড়েন রাহুল দ্রাবিড়। এরপর ভারতীয় ক্রিকেটের হেড কোচের দায়িত্ব পান গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এখনও অবধি তাঁর কোচিংয়ে ভারতীয় টিমের পারফরম্যান্স কেমন? দেখুন ছবিতে।

| Updated on: Jan 05, 2025 | 12:03 PM
ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড় টি-২০ বিশ্বকাপ জয়ের পর ভারতের হেড কোচের দায়িত্ব ছাড়েন। এরপর ২০২৪ সালের ৯ জুলাই ভারতের হেড কোচের দায়িত্ব পান দেশের বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। (ছবি-পিটিআই)

ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড় টি-২০ বিশ্বকাপ জয়ের পর ভারতের হেড কোচের দায়িত্ব ছাড়েন। এরপর ২০২৪ সালের ৯ জুলাই ভারতের হেড কোচের দায়িত্ব পান দেশের বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। (ছবি-পিটিআই)

1 / 8
এখনও অবধি গৌতম গম্ভীরের কোচিংয়ে টিম ইন্ডিয়া মোট ১০টি টেস্ট ম্যাচ খেলেছে। ৩টি ওডিআই এবং ১০টি টি-২০ ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। (ছবি-পিটিআই)

এখনও অবধি গৌতম গম্ভীরের কোচিংয়ে টিম ইন্ডিয়া মোট ১০টি টেস্ট ম্যাচ খেলেছে। ৩টি ওডিআই এবং ১০টি টি-২০ ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। (ছবি-পিটিআই)

2 / 8
গত বছরের ৯ জুলাই গৌতম গম্ভীর ভারতীয় টিমের দায়িত্ব নেওয়ার পর ১০টি টি-২০ ম্যাচ খেলেছে ভারত, তার ৯টিতে জিতেছে। ১টিতে হার। তাঁর কোচিংয়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশ এই দুই টি-২০ সিরিজে ভারত জেতে। যার ফলে অনেকেই তাঁকে এই ফর্ম্যাটের দারুণ কোচ হিসেবে বলেছেন।(ছবি-পিটিআই)

গত বছরের ৯ জুলাই গৌতম গম্ভীর ভারতীয় টিমের দায়িত্ব নেওয়ার পর ১০টি টি-২০ ম্যাচ খেলেছে ভারত, তার ৯টিতে জিতেছে। ১টিতে হার। তাঁর কোচিংয়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশ এই দুই টি-২০ সিরিজে ভারত জেতে। যার ফলে অনেকেই তাঁকে এই ফর্ম্যাটের দারুণ কোচ হিসেবে বলেছেন।(ছবি-পিটিআই)

3 / 8
কোচ হিসেবে ওডিআই ফর্ম্যাটে একটিই সিরিজে দায়িত্ব পেয়েছিলেন গৌতম গম্ভীর। সেই সিরিজের ৩টি ম্যাচের ২টিতে হারে ভারত। ১টিতে জিতেছিল। এ বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ড সিরিজ রয়েছে। গম্ভীরের কোচিংয়ে তা ভারত জেতে কিনা, সেটাই দেখার। (ছবি-গেটি ইমেজস)

কোচ হিসেবে ওডিআই ফর্ম্যাটে একটিই সিরিজে দায়িত্ব পেয়েছিলেন গৌতম গম্ভীর। সেই সিরিজের ৩টি ম্যাচের ২টিতে হারে ভারত। ১টিতে জিতেছিল। এ বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ড সিরিজ রয়েছে। গম্ভীরের কোচিংয়ে তা ভারত জেতে কিনা, সেটাই দেখার। (ছবি-গেটি ইমেজস)

4 / 8
ফেরা যাক টেস্টে। গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারতীয় টিম এখনও অবধি ১০টি টেস্ট ম্যাচ খেলেছে। তাতে জয় মাত্র ৩টিতে। হার ৬টিতে। ড্র ১টি। গম্ভীর জমানায় এখনও অবধি টেস্ট সিরিজ খেলেছে ভারত ৩টি। তার ২টি হার, ১টি জয়। (ছবি-গেটি ইমেজস)

ফেরা যাক টেস্টে। গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারতীয় টিম এখনও অবধি ১০টি টেস্ট ম্যাচ খেলেছে। তাতে জয় মাত্র ৩টিতে। হার ৬টিতে। ড্র ১টি। গম্ভীর জমানায় এখনও অবধি টেস্ট সিরিজ খেলেছে ভারত ৩টি। তার ২টি হার, ১টি জয়। (ছবি-গেটি ইমেজস)

5 / 8
গৌতম গম্ভীরের এই রিপোর্ট কার্ড সমালোচকদের সুযোগ করে দিয়েছে এটা বলার যে, টেস্টে নয়, কোচ গম্ভীর ভালো টি-২০  ফর্ম্যাটেই। (ছবি-পিটিআই)

গৌতম গম্ভীরের এই রিপোর্ট কার্ড সমালোচকদের সুযোগ করে দিয়েছে এটা বলার যে, টেস্টে নয়, কোচ গম্ভীর ভালো টি-২০ ফর্ম্যাটেই। (ছবি-পিটিআই)

6 / 8
ভারতে এর আগে কখনওই তিন ফর্ম্যাটে তিন কোচ রাখার চল ছিল না। যে সময় রাহুল দ্রাবিড় কোচ ছিলেন, তখনও প্রয়োজন পড়লে তিনি সিনিয়র টিমের সঙ্গে থাকলে বা টেস্ট সিরিজে ব্যস্ত থাকলে টি-২০ সিরিজের সময় দায়িত্ব দেওয়া হত ভিভিএস লক্ষ্মণের হাতে। গম্ভীরের জমানাতেও তেমনটা দেখা গিয়েছে। (ছবি-পিটিআই)

ভারতে এর আগে কখনওই তিন ফর্ম্যাটে তিন কোচ রাখার চল ছিল না। যে সময় রাহুল দ্রাবিড় কোচ ছিলেন, তখনও প্রয়োজন পড়লে তিনি সিনিয়র টিমের সঙ্গে থাকলে বা টেস্ট সিরিজে ব্যস্ত থাকলে টি-২০ সিরিজের সময় দায়িত্ব দেওয়া হত ভিভিএস লক্ষ্মণের হাতে। গম্ভীরের জমানাতেও তেমনটা দেখা গিয়েছে। (ছবি-পিটিআই)

7 / 8
দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপ হয়েছিল যখন ভারত, সেই সময় থেকেই কোচের দায়িত্ব থেকে গৌতম গম্ভীরকে সরানোর দাবি উঠেছিল। এ বার বর্ডার গাভাসকর ট্রফি হাতছাড়া হওয়ায় সেই একই রব জোরাল হয়েছে। (ছবি-গেটি ইমেজস)

দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপ হয়েছিল যখন ভারত, সেই সময় থেকেই কোচের দায়িত্ব থেকে গৌতম গম্ভীরকে সরানোর দাবি উঠেছিল। এ বার বর্ডার গাভাসকর ট্রফি হাতছাড়া হওয়ায় সেই একই রব জোরাল হয়েছে। (ছবি-গেটি ইমেজস)

8 / 8
Follow Us: