IND vs AUS: বোল্যান্ডের ৬, সিরিজ বাঁচাতে ভারতের পুঁজি ১৬১, বোলিংয়ে নেই বুমরা

India vs Australia New Year Test Day 3: সিডনির পিচে ব্যাটারদের জন্য যে কঠিন পরিস্থিতি এ বিষয়ে কোনও সন্দেহ ছিল না। মাত্র ১৬১ রানের পুঁজি নিয়ে সিরিজ হার এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখার লড়াই ভারতের সামনে।

IND vs AUS: বোল্যান্ডের ৬, সিরিজ বাঁচাতে ভারতের পুঁজি ১৬১, বোলিংয়ে নেই বুমরা
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 05, 2025 | 5:59 AM

তৃতীয় দিন ৪৪ মিনিটের বেশি টিকল না ভারতের ইনিংস। বর্ডার-গাভাসকর ট্রফি পুনরুদ্ধারে অস্ট্রেলিয়ার চাই মাত্র ১৬২ রান। সিডনি টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ ১৫৭ রানেই। দ্বিতীয় দিনের শেষে ক্রিজে রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর থাকায় প্রত্যাশা ছিল, ভারত কোনওরকমে যদি ২০০ রান পেরোতে পারে। এর জন্য তৃতীয় দিন অন্তত ৪৬টা করতে হত। তবে সিডনির পিচে ব্যাটারদের জন্য যে কঠিন পরিস্থিতি এ বিষয়ে কোনও সন্দেহ ছিল না। মাত্র ১৬১ রানের পুঁজি নিয়ে সিরিজ হার এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখার লড়াই ভারতের সামনে। কিন্তু বোলিংয়ে নেই জসপ্রীত বুমরা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ ইনিংসে ব্যাটারদের আতঙ্ক নতুন নয়। ২০০০ সালের পর মাত্র একবারই ২০০ প্লাস রান তাড়া করে জয় এসেছে। এরপর ১৭৩। ভারতের কাছে তাই লড়াইটা কঠিন। তবে ভারতীয় বোলিং আক্রমণ প্রথম ইনিংসে যে দাপট দেখিয়েছে, তাতে এই রানের পুঁজি নিয়েও সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তবে তৃতীয় দিনের ব্যাটিং পরিকল্পনা বুঝতে কঠিন হল।

রবীন্দ্র জাডেজা ১৩ রানে ফেরেন। এতেই সমস্যা বাড়ে। তাঁকে একা দোষ দিয়ে লাভ নেই। টপ অর্ডারের ব্যাটাররা অপ্রত্যাশিত শট খেলে আউট হয়েছিলেন। ঋষভ পন্থ বিধ্বংসী একটা ইনিংস না খেললে ১২০ অবধি পৌঁছনোই কঠিন ছিল ভারতের জন্য। জাডেজার পর ওয়াশিংটন সুন্দর ফিরতে ভারতের চাপ বাড়ে।

জসপ্রীত বুমরা চোটের জন্য গত কাল স্ক্যান করাতে গিয়েছিলেন। লাঞ্চের পর আর নামেননি। ব্যাটিংয়ে নামলেও এই ইনিংসে কোনও রান যোগ করতে পারেননি। স্কট বোল্যান্ডের ঝুলিতে ৬ উইকেট। ভারতের বোলিংয়েও নেই বুমরা। নতুন বলে শুরু করলেন মহম্মদ সিরাজ। ক্যাপ্টেন্সি করছেন বিরাট কোহলি।