Trinamool Congress: ছাব্বিশের ভোটের আগে চরম অস্বস্তি ঘাসফুল শিবিরে, কোচবিহারে প্রকাশ্যেই হাতাহাতি দুই গোষ্ঠীর

Trinamool Congress: শ্রমিক ইউনিয়নের একাধিক নেতা বলছেন, রাজ্য শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছিলেন। তবে পার্থ প্রতিম রায়ের কর্মকাণ্ড তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করছে।

Trinamool Congress: ছাব্বিশের ভোটের আগে চরম অস্বস্তি ঘাসফুল শিবিরে, কোচবিহারে প্রকাশ্যেই হাতাহাতি দুই গোষ্ঠীর
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2025 | 6:26 PM

কোচবিহার: ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। এবার কোচবহিার। ঘাসফুল শিবিরের শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ গোষ্ঠীকোন্দলের জেরে দুই গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যেই বচসা। মুহূর্তেই তা রূপ নেয় হাতাহাতির। ব্যাপক উত্তেজনা। এনবিএসটিসি (North Bengal State Transport Corporation) সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়ের বিরুদ্ধে ক্ষোভ। এদিন তাঁর বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার শ্রমিক ও তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল জেলার রাজনৈতিক মহলে। 

বিক্ষুদ্ধ গোষ্ঠীর অভিযোগ, পার্থ প্রতিম রায় গোপন বৈঠক করে দলীয় ঐক্য নষ্ট করার চেষ্টা করছেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন তাঁরা। সে কারণেই পার্থর অপসারণও চাইছেন তাঁরা। গোটা ঘটনায় চরম অস্বস্তিতে এলাকার শাসকদলের নেতারা। 

এই খবরটিও পড়ুন

শ্রমিক ইউনিয়নের একাধিক নেতা বলছেন, রাজ্য শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছিলেন। তবে পার্থ প্রতিম রায়ের কর্মকাণ্ড তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। যদিও এই বিষয়ে সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় প্রকাশ্যে কিছু বলতে রাজি হননি।