Rohit Sharma: মেলবোর্নেই রোহিত… বড় ঘোষণা করে দিলেন সুনীল গাভাসকর

India vs Australia: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এর আগে এমন ঘটনা দেখা যায়নি। ক্যাপ্টেন টিমের সঙ্গেই হাজির। চোট বা অন্য কোনও সমস্যা নেই। অথচ, তাঁকে বিশ্রামে পাঠানো হচ্ছে! নানা মহল থেকে বলা হচ্ছে, রোহিত আসলে সরে দাঁড়িয়েছেন।

Rohit Sharma: মেলবোর্নেই রোহিত... বড় ঘোষণা করে দিলেন সুনীল গাভাসকর
Rohit Sharma: মেলবোর্নেই রোহিত... বড় ঘোষণা করে দিলেন সুনীল গাভাসকরImage Credit source: Darrian Traynor/Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2025 | 2:45 PM

কলকাতা: রোহিত শর্মা (Rohit Sharma) জমানা শেষ হয়ে গেল ভারতীয় ক্রিকেটে! এ ভাবেই অনেকে দেখতে শুরু করেছেন। সিডনি টেস্টের টিম থেকে বাদ দেওয়া হয়েছে ভারতের ক্যাপ্টেন রোহিতকে। এ এক নজিরবিহীন ঘটনা। যদিও বলা হচ্ছে, ক্যাপ্টেনকে বিশ্রাম দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এর আগে এমন ঘটনা দেখা যায়নি। ক্যাপ্টেন টিমের সঙ্গেই হাজির। চোট বা অন্য কোনও সমস্যা নেই। অথচ, তাঁকে বিশ্রামে পাঠানো হচ্ছে! নানা মহল থেকে বলা হচ্ছে, রোহিত আসলে সরে দাঁড়িয়েছেন। যেহেতু অস্ট্রেলিয়া সফরের টিমের শেষ টেস্ট, তাই সরকারি ভাবে ঘোষণা করেননি। সিডনি টেস্ট শেষ হলেই তিনি অবসরের কথা ঘোষণা করে দেবেন। এমনটা আর কারও নয়, মনে হচ্ছে খোদ সুনীল গাভাসকরের (Sunil Gavaskar)। ভারতের কিংবদন্তি ওপেনার বলে দিচ্ছেন, মেলবোর্নেই কেরিয়ারের শেষ টেস্ট খেলে ফেলেছেন রোহিত।

সানির কথায়, ‘আমার মনে হয়, ভারত ধরে নিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করতে পারবে না। সে দিক থেকে মনে হচ্ছে, মেলবোর্নেই কেরিয়ারের শেষ টেস্ট খেলে ফেলেছে রোহিত শর্মা। ভারতের নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে ইংল্যান্ড সফর থেকে। সুতরাং ২০২৭ সালের ফাইনাল পর্যন্ত টিমকে নেতৃত্ব দেবে, এমন কাউকে দরকার। নির্বাচন কমিটি সেই ভাবনা নিয়েই এগোবে।’

এই খবরটিও পড়ুন

রোহিতকে বিশ্রাম দেওয়ার পিছনে কোন পরিকল্পনা কাজ করেছে, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন সানি। নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরও নিশ্চয়ই পুরো প্রক্রিয়াটা জানতেন। গাভাসকরের মন্তব্য, ‘নির্বাচন কমিটির অংশ কিন্তু ও। বিদেশে কোন টিম যাবে, তা নির্বাচকরাই ঠিক করবে। বিদেশে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোচ, ক্যাপ্টেনের পাশাপাশি নির্বাচক কমিটির চেয়ারম্য়ানও থাকে। অজিত আগরকর কিন্তু এই সিডনিতেই রয়েছে। সুতরাং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিশ্চয়ই ওকে জানিয়েই নেওয়া হয়েছে। সেই সঙ্গে টিমের সিনিয়র প্লেয়ারদেরও জিজ্ঞেস করা হয়েছে রোহিতকে বিশ্রাম দেওয়ার ক্ষেত্রে।’