Rohit Sharma: ‘বেনজির ঘটনা, চূড়ান্ত ভুল সিগন্যাল…’, রোহিত বিতর্কে ক্ষোভে ফুঁসছেন সচিনের ওপেনিং পার্টনার

IND vs AUS, BGT: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কখনও কোনও ক্যাপ্টেন একাদশের বাইরে থাকেননি। বিশ্বজয়ী অধিনায়ক রোহিত শর্মার নাম এ বার সেখানে জড়িয়ে গেল। সিডনি টেস্টে বাদ পড়েছেন রোহিত। অজিদের বিরুদ্ধে শেষ টেস্টে ভারতীয় টিমকে নেতৃত্ব দেওয়া জসপ্রীত বুমরা টসের সময় জানান, রোহিত নিজেকে বিশ্রাম দিয়েছে। এমনটা হওয়ার পর তা নিয়ে নানা মত প্রকাশ করছেন দেশ-বিদেশের প্রাক্তনীরা।

| Updated on: Jan 03, 2025 | 3:51 PM
ক্যাপ্টেন হঠাৎ করেই একাদশ থেকে পড়লেন বাদ। ভারতীয় ক্রিকেটে এ দৃশ্য এই প্রথম বার দেখা গেল। সিডনি টেস্টে খেলছেন না রোহিত। তাঁর জায়গায় ভারতীয় টিমকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা।(Photos credit: Getty Images)

ক্যাপ্টেন হঠাৎ করেই একাদশ থেকে পড়লেন বাদ। ভারতীয় ক্রিকেটে এ দৃশ্য এই প্রথম বার দেখা গেল। সিডনি টেস্টে খেলছেন না রোহিত। তাঁর জায়গায় ভারতীয় টিমকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা।(Photos credit: Getty Images)

1 / 8
সিডনিতে টস করতে এসে জসপ্রীত বুমরা জানান, রোহিত শর্মা বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এখানেই উঠছে প্রশ্ন। রোহিত যে টানা ম্যাচ খেলছেন, খেলার ধকল হচ্ছে তাও নয়। দেশের মাটিতে নিউজিল্যান্ড সিরিজ খেলে অস্ট্রেলিয়ায় এসেছেন তিনি। তার আগে খেলেননি ঘরোয়া ক্রিকেটেও। ফলে ক্রিকেটমহলে আলোচনা হচ্ছে, তা হলে বিশ্রামের কেন প্রয়োজন হল রোহিতের?(Photos credit: Getty Images)

সিডনিতে টস করতে এসে জসপ্রীত বুমরা জানান, রোহিত শর্মা বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এখানেই উঠছে প্রশ্ন। রোহিত যে টানা ম্যাচ খেলছেন, খেলার ধকল হচ্ছে তাও নয়। দেশের মাটিতে নিউজিল্যান্ড সিরিজ খেলে অস্ট্রেলিয়ায় এসেছেন তিনি। তার আগে খেলেননি ঘরোয়া ক্রিকেটেও। ফলে ক্রিকেটমহলে আলোচনা হচ্ছে, তা হলে বিশ্রামের কেন প্রয়োজন হল রোহিতের?(Photos credit: Getty Images)

2 / 8
রোহিত শর্মার মতো তারকা, যিনি আবার ভারতের ক্যাপ্টেন সেই তিনিই নেই একাদশে। আর তা যখন জানালেন বুমরা, তখন এই নিয়ে বেশি প্রশ্নও করা হল না কেন? দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর এই বিষয়ে ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরেছেন। (Photos credit: Getty Images)

রোহিত শর্মার মতো তারকা, যিনি আবার ভারতের ক্যাপ্টেন সেই তিনিই নেই একাদশে। আর তা যখন জানালেন বুমরা, তখন এই নিয়ে বেশি প্রশ্নও করা হল না কেন? দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর এই বিষয়ে ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরেছেন। (Photos credit: Getty Images)

3 / 8
দেশের প্রাক্তন ক্রিকেটার নভজোৎ সিং সিধু কোনও ভাবেই রোহিতের এই টেস্টে বাইরে থাকা মেনে নিতে পারছেন না। তিনি বলেন, 'খুবই অবাক করার মতো ঘটনা ঘটেছে আজ। রোহিত শর্মা, যে টিমের ক্যাপ্টেন, তাঁকে একাদশের বাইরে বসিয়ে দেওয়া হয়েছে। এটা ভীষণ অবাক করার মতো।'(Photos credit: Getty Images)

দেশের প্রাক্তন ক্রিকেটার নভজোৎ সিং সিধু কোনও ভাবেই রোহিতের এই টেস্টে বাইরে থাকা মেনে নিতে পারছেন না। তিনি বলেন, 'খুবই অবাক করার মতো ঘটনা ঘটেছে আজ। রোহিত শর্মা, যে টিমের ক্যাপ্টেন, তাঁকে একাদশের বাইরে বসিয়ে দেওয়া হয়েছে। এটা ভীষণ অবাক করার মতো।'(Photos credit: Getty Images)

4 / 8
সচিন তেন্ডুলকরের ওপেনিং পার্টনার (সচিনের সঙ্গে টেস্টে ওপেন করতেন সিধু) নভজোৎ সিং সিধু বলেন, 'ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথম বার এমনটা হল যে ক্যাপ্টেন টিমের বাইরে বসে আছে। ক্যাপ্টেন তো বানানোর দরকারই নেই। আর যখন একজনকে ক্যাপ্টেন বানিয়েছো, এক মহান ক্রিকেটারকে যে ভারতীয় ক্রিকেটে নিজেকে নিবেদিত প্রাণ করেছে। তাঁর ফর্ম ভালো না খারাপ সেটা ম্যাটার করে না।'(Photos credit: Getty Images)

সচিন তেন্ডুলকরের ওপেনিং পার্টনার (সচিনের সঙ্গে টেস্টে ওপেন করতেন সিধু) নভজোৎ সিং সিধু বলেন, 'ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথম বার এমনটা হল যে ক্যাপ্টেন টিমের বাইরে বসে আছে। ক্যাপ্টেন তো বানানোর দরকারই নেই। আর যখন একজনকে ক্যাপ্টেন বানিয়েছো, এক মহান ক্রিকেটারকে যে ভারতীয় ক্রিকেটে নিজেকে নিবেদিত প্রাণ করেছে। তাঁর ফর্ম ভালো না খারাপ সেটা ম্যাটার করে না।'(Photos credit: Getty Images)

5 / 8
ক্যাপ্টেন কোনও বিকল্প নয়। যে টিমের ভালোর জন্য জায়গা ছেড়ে দেবে, একাদশে থাকবে না। বিষয়টা ভুল সিগন্যাল দিচ্ছে। আমার মতে ম্যানেজমেন্টের ক্যাপ্টেনকে বিকল্প ভাবাটা ঠিক নয়। (Photos credit: Getty Images)

ক্যাপ্টেন কোনও বিকল্প নয়। যে টিমের ভালোর জন্য জায়গা ছেড়ে দেবে, একাদশে থাকবে না। বিষয়টা ভুল সিগন্যাল দিচ্ছে। আমার মতে ম্যানেজমেন্টের ক্যাপ্টেনকে বিকল্প ভাবাটা ঠিক নয়। (Photos credit: Getty Images)

6 / 8
রোহিতকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন সিধু। তিনি বলেন, 'যে টিমে বিশ্বাস এনেছে, তরুণ ক্রিকেটারদের যেখানে সবসময় পাশে থেকেছে, ওদের থেকে সম্মান অর্জন করেছে সে যে দলের বাইরে থাকবে, এটা ঠিক নয়। অত্যন্ত ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  (Photos credit: Getty Images)

রোহিতকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন সিধু। তিনি বলেন, 'যে টিমে বিশ্বাস এনেছে, তরুণ ক্রিকেটারদের যেখানে সবসময় পাশে থেকেছে, ওদের থেকে সম্মান অর্জন করেছে সে যে দলের বাইরে থাকবে, এটা ঠিক নয়। অত্যন্ত ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (Photos credit: Getty Images)

7 / 8
রোহিত শর্মার বয়স এখন ৩৭। গত বছর টি-২০ বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন। ক্রিকেট মহলে অনেকেই বলছেন এ বার সিডনি টেস্ট শেষ হলেই তিনি হয়তো টেস্টকেও বিদায় জানাবেন। আর ওডিআই? এও গুঞ্জন শোনা যাচ্ছে যে এ বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির পরই ওডিআই ফর্ম্যাটেও ইতি টানবেন রোহিত। (Photos credit: Getty Images)

রোহিত শর্মার বয়স এখন ৩৭। গত বছর টি-২০ বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন। ক্রিকেট মহলে অনেকেই বলছেন এ বার সিডনি টেস্ট শেষ হলেই তিনি হয়তো টেস্টকেও বিদায় জানাবেন। আর ওডিআই? এও গুঞ্জন শোনা যাচ্ছে যে এ বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির পরই ওডিআই ফর্ম্যাটেও ইতি টানবেন রোহিত। (Photos credit: Getty Images)

8 / 8
Follow Us: