Birbhum: কেষ্ট বীরভূমে ফিরতেই ‘বিপদ’ বাড়ল তৃণমূল উপপ্রধানের, দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Birbhum: মামন শেখ পঞ্চায়েত ও গত লোকসভা নির্বাচনে কাজল শেখের সঙ্গেই এলাকার দায়িত্ব সামলেছিলেন। কিন্তু দীর্ঘ দুই বছর পর অনুব্রত মণ্ডল জেল থেকে মুক্ত হয়ে বোলপুরে ফিরে আসার পরই ঘটনায় পরিবর্তন হয়। অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়িয়ে তোলেন মামন শেখ। তারপর থেকেই কঙ্কালীতলা পঞ্চায়েতে অস্থিরতা তৈরি হয়।

Birbhum: কেষ্ট বীরভূমে ফিরতেই 'বিপদ' বাড়ল তৃণমূল উপপ্রধানের, দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
দলের নেতাদের বিরুদ্ধেই সরব হলেন তৃণমূল উপপ্রধান মামন শেখ
Follow Us:
| Edited By: | Updated on: Jan 01, 2025 | 9:19 PM

বীরভূম: অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হওয়ায় পঞ্চায়েতে উপপ্রধানকে ঢুকতে বাধা। দল, থানা ও পুলিশ সুপারকে জানিয়েও কোন লাভ হচ্ছে না। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে উত্তাল শান্তিনিকেতনের কঙ্কালীতলা পঞ্চায়েত। বুধবার তৃণমূলের লায়েকবাজারের নতুন কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে চাঞ্চল্যকর অভিযোগ করলেন ওই পঞ্চায়েতের উপপ্রধান মামন শেখ।

উপপ্রধানের অভিযোগ, বোলপুর শ্রীনিকেতন ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ হানিফ কাজী ও তাঁর কিছু সহযোগী তাঁকে গত দুই মাস ধরে কঙ্কালীতলা পঞ্চায়েতে প্রবেশ করতে বাধা দিচ্ছেন। তাঁকে খুন করার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। উপপ্রধান বলেন, গত দুই মাস আগে কঙ্কালীতলা পঞ্চায়েতে হঠাৎ করেই প্রচুর সংখ্যক বহিরাগত মানুষ এসে তাঁর সরকারি চেয়ারে বসে যায়। তারপর থেকেই পঞ্চায়েতে ঢুকতে পারছেন না তিনি। মামন শেখের অভিযোগ, তাঁকে কোনওরকম সহযোগিতা করছে না তৃণমূলের নেতৃত্ব। এই বিষয়ে জানিয়ে ইতিমধ্যেই শান্তিনিকেতন থানা সহ বীরভূম জেলা পুলিশ সুপারকে ও অন্য পুলিশ আধিকারিকদের লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন মামন শেখ।

উল্লেখ্য, মামন শেখ পঞ্চায়েত ও গত লোকসভা নির্বাচনে কাজল শেখের সঙ্গেই এলাকার দায়িত্ব সামলেছিলেন। কিন্তু দীর্ঘ দুই বছর পর অনুব্রত মণ্ডল জেল থেকে মুক্ত হয়ে বোলপুরে ফিরে আসার পরই ঘটনায় পরিবর্তন হয়। অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়িয়ে তোলেন মামন শেখ। তারপর থেকেই কঙ্কালীতলা পঞ্চায়েতে অস্থিরতা তৈরি হয়। এমনকি অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় মামন শেখকে। তারপর পঞ্চায়েতের উপপ্রধান মামন শেখের এমন সাংবাদিক বৈঠক স্বাভাবিকভাবেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে সামনে এনেছে।

এই খবরটিও পড়ুন

এই চাঞ্চল্যকর অভিযোগের পরিপ্রেক্ষিতে বোলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ হানিফ কাজীকে ফোন করা হলে তিনি কোনও কথা বলতে চাননি।