Abhishek Banerjee: দলের প্রতিষ্ঠা দিবসে অভিষেকের শুভেচ্ছা বার্তা, যা লিখলেন, তা ঘিরেই বিস্তর জল্পনা, এবার কি তবে…

Abhishek Banerjee: প্রতিবারই নতুন বছরের শুভেচ্ছাবার্তা দিয়ে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। '২২, '২৩, '২৪- সববারই দিয়েছেন। কিন্তু প্রতিবারই তাঁর পোস্টে মমতার ছবি থাকে। এবারই যেন তাল কাটল।

Abhishek Banerjee: দলের প্রতিষ্ঠা দিবসে অভিষেকের শুভেচ্ছা বার্তা, যা লিখলেন, তা ঘিরেই বিস্তর জল্পনা, এবার কি তবে...
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 01, 2025 | 12:47 PM

কলকাতা: দলের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছাবার্তা দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাতেই বিতর্ক। শুভেচ্ছাবার্তার পোস্টারে একা অভিষেকের ছবি। নেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। শুভেচ্ছাবার্তায় লেখা, “রাজ্য তথা দেশবাসীর উন্নয়নের স্বার্থে মা মাটি মানুষ সর্বদা নিয়োজিত।” কিন্তু সেই বার্তায় কেন মমতার মুখ নেই, সেটাই প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, এটা যথেষ্ট ইঙ্গিতবাহী। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত পোস্টে তাঁর পাশাপাশি মমতারও ছবি থাকত। এবার একা অভিষেক।

প্রতিবারই নতুন বছরের শুভেচ্ছাবার্তা দিয়ে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘২২, ‘২৩, ‘২৪- সববারই দিয়েছেন। কিন্তু প্রতিবারই তাঁর পোস্টে মমতার ছবি থাকে। এবারই যেন তাল কাটল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত কয়েকটি ঘটনার ট্রেন্ড দেখলেও মনে হচ্ছে, এর পিছনেও কোথাও একটা প্রবীণ নবীন দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশ কিছুদিন যাবৎ কয়েকটি ক্ষেত্রে কম সক্রিয়তায় দেখা গিয়েছে। তবে নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে তিনি ভীষণভাবে সক্রিয়। আর সেখানে দাঁড়িয়েই অভিষেক বলেছিলেন, নেত্রী যাঁদের ভরসা করছেন, দায়িত্ব দিয়েছেন, তাঁদের নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। আর সেটাও যে দলের প্রবীণ গোষ্ঠীর নেতাদের উদ্দেশেই ছিল, তা রাজনৈতিক মহলে স্পষ্ট। তারপর এদিনের যে শুভেচ্ছাবার্তা, তাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিষয়টি নিয়ে সচেতন বিরোধী শিবিরও। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “চার্চে প্রতিবার যে মুখ্যমন্ত্রী প্রার্থনায় যান, সেখানে গত সব বারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সঙ্গী হতে দেখেছি। এবার কিন্তু ভাইপোকে সঙ্গে নিয়ে যাননি। এটা হয়তো তারই বদলা। আমরা অভিষেককে স্বাগত জানব।”