TMC: নবীন-প্রবীণ দ্বন্দ্বের আবহেই কালীঘাটে সুব্রত বক্সীর সঙ্গে বৈঠকে অভিষেক

TMC: সবের মধ্যেই বছরের প্রথম দিনে আর দলের প্রতিষ্ঠা দিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা নিয়ে বিস্তর জল্পনা দানা বেঁধেছে।  শুভেচ্ছাবার্তার পোস্টারে একা অভিষেকের ছবি। নেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।

TMC: নবীন-প্রবীণ দ্বন্দ্বের আবহেই কালীঘাটে সুব্রত বক্সীর সঙ্গে বৈঠকে অভিষেক
কালীঘাটে বৈঠকে অভিষেক-সুব্রতImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 01, 2025 | 3:02 PM

কলকাতা:  তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বের মাঝেই কালীঘাটে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসেছিলেন প্রবীণ নেতা সুব্রত বক্সীর সঙ্গে। গত সপ্তাহেই কালীঘাটে বৈঠক হয় দুই নেতার। সূত্রের খবর, টানা দু’ ঘণ্টা ধরে চলে আলোচনা। তৃণমূলে প্রবীণ নবীন দ্বন্দ্বের আবহেই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। জানা যাচ্ছে, বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

কিন্ত এসবের মধ্যেই বছরের প্রথম দিনে আর দলের প্রতিষ্ঠা দিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা নিয়ে বিস্তর জল্পনা দানা বেঁধেছে।  শুভেচ্ছাবার্তার পোস্টারে একা অভিষেকের ছবি। নেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। শুভেচ্ছাবার্তায় লেখা, “রাজ্য তথা দেশবাসীর উন্নয়নের স্বার্থে মা মাটি মানুষ সর্বদা নিয়োজিত।” কিন্তু সেই বার্তায় কেন মমতার মুখ নেই, সেটাই প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, এটা যথেষ্ট ইঙ্গিতবাহী। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত পোস্টে তাঁর পাশাপাশি মমতারও ছবি থাকত। এবার একা অভিষেক।

বিষয়টি নিয়ে সচেতন বিরোধী শিবিরও। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “চার্চে প্রতিবার যে মুখ্যমন্ত্রী প্রার্থনায় যান, সেখানে গত সব বারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সঙ্গী হতে দেখেছি। এবার কিন্তু ভাইপোকে সঙ্গে নিয়ে যাননি। এটা হয়তো তারই বদলা। আমরা অভিষেককে স্বাগত জানব।”