Firhad Hakim: ‘পিছনে ১০০ মানুষ ঘুরছে, পুলিশ স্যালুট করছে, তৃণমূল মানে পাওয়ারে থাকা না’, দলের প্রতিষ্ঠা দিবসে কাকে বললেন ফিরহাদ?

Firhad Hakim: তৃণমূল অন্দরের নবীন-প্রবীণ দ্বন্দ্ব রাজনৈতিক মহলে বিশেষভাবে চর্চিত। ফিরহাদের এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বাংলার রাজনীতির কারবারিরা। তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের পর দেখা যায়, দলে প্রবীণদের প্রতিনিধিত্বই বৃদ্ধি পেয়েছে।

Firhad Hakim: 'পিছনে ১০০ মানুষ ঘুরছে, পুলিশ স্যালুট করছে, তৃণমূল মানে পাওয়ারে থাকা না', দলের প্রতিষ্ঠা দিবসে কাকে বললেন ফিরহাদ?
দলের প্রতিষ্ঠা দিবসে ফিরহাদ হাকিম Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 01, 2025 | 4:59 PM

কলকাতা: দলের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই শুভেচ্ছাবার্তার পোস্টে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। তা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই হয়েছে অনেক জলঘোলা। সকালে অভিষেকের এই পোস্ট আর বিকালে ফিরহাদ হাকিমের ইঙ্গিতবাহী মন্তব্য। দলের প্রতিষ্ঠা দিবসে মঞ্চে দাঁড়িয়ে ফিরহাদ বললেন, “তৃণমূল কংগ্রেস মানে কেবল পাওয়ারে থাকে না, এর পিছনে রয়েছে হাজার হাজার মানুষের আত্মত্যাগ। পুলিশ স্যালুট দিচ্ছে, গাড়ি নিয়ে মন্ত্রীরা ঘুরছে, পদাধিকারীদের পিছনে ১০০ মানুষ ঘুরে বেড়াচ্ছে। সেটা কিন্তু তৃণমূল নয়।” ঠিক কার উদ্দেশে ফিরহাদের এই বার্তা, তা নিয়েই নতুন করে শুরু হয়েছে জল্পনা।

তৃণমূল অন্দরের নবীন-প্রবীণ দ্বন্দ্ব রাজনৈতিক মহলে বিশেষভাবে চর্চিত। ফিরহাদের এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বাংলার রাজনীতির কারবারিরা। তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের পর দেখা যায়, দলে প্রবীণদের প্রতিনিধিত্বই বৃদ্ধি পেয়েছে। তৃণমূলে ‘নবীন বনাম প্রবীণ’ লড়াই শুরু হয় ২০২১ সালে দল তৃতীয় বার রাজ্যে ক্ষমতায় আসার পরে পরেই। তা বড় আকার নেয় গত লোকসভা নির্বাচনের আগে। ১ জানুয়ারিতে দলের তাবড় নেতাদের মন্তব্য-পোস্টে তার প্রতিচ্ছবি ধ্বনিত হল। ফিরহাদ কার উদ্দেশে একথা বললেন? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। রাজনীতির কারবারিদের মন্তব্য, যাঁর উদ্দেশে বলেছেন, তিনি নিশ্চয়ই দলের প্রভাবশালী নেতা। যাঁর পিছনে ‘১০০ ছেলে ঘোরে, পুলিশ স্যালুট করে..’

কী মনে করছেন বিরোধীরা? বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “খই ছড়ালে কাকের অভাব হয় না। তেমনি টাকা ছড়িয়ে একশো বেকার ছেলে জোগাড় করে যাওয়া হচ্ছে। পুলিশ স্যালুট করছে।” ফিরহাদের উদ্দেশেই তাঁর বক্তব্য, “হ্যাঁ একটা সময়ে আপনিও আত্মত্যাগ করেছিলেন তৃণমূলের জন্য। কিন্তু এটা কার উদ্দেশে আজ বললেন?” পাল্টা ফিরহাদকেই সজল প্রশ্ন করেন, “আপনি আত্মত্যাগ করেছিলেন তৃণমূলের জন্য, ভাইপো করেননি। আপনি কি ভাইপোর উদ্দেশে বলছেন? পুলিশের স্যালুট পাওয়া, ১০০ জন লোক নিয়ে চলে, নতুন প্রজন্ম, আজকে যারা তৃণমূল করে খাচ্ছে, তাদের উদ্দেশে বলছেন?”