ভারত-বাংলাদেশ জল সীমানায় আজ হবে হস্তান্তর, নিজের দেশে ফিরবেন ৯০ জন
Fishermen: বাংলাদেশের জেল থেকে ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী। এই ভারতীয় মৎস্যজীবীদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এবং নামখানায়।
কাকদ্বীপ: ভারত-বাংলাদেশ টানাপোড়নের মধ্যেই আজ বঙ্গোপসাগরে ভারতে আটক হওয়া বাংলাদেশি মৎস্যজীবীদের ফেরানো হবে। রবিবার বাংলাদেশ থেকে ভারতে ফিরবেন ৯৫ জন মৎস্যজীবী। তার আগে বাংলাদেশে ফিরবেন ৯০ জন মৎস্যজীবী। হলদিয়া থেকে ভারত-বাংলাদেশ জল সীমানায় নিয়ে গিয়ে ফেরানো হবে মৎস্যজীবীদের।
শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে ১২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে হলদিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে ওড়িশার পারাদ্বীপ থেকে ৭৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকেও নিয়ে যাওয়া হবে হলদিয়ায়। এরপর উপকূলরক্ষী বাহিনীর জাহাজে করে মৎস্যজীবীদের নিয়ে যাওয়া হবে ভারত-বাংলাদেশ জল সীমানায়। সেখানেই দুই দেশের নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে ৯০জন বাংলাদেশি মৎস্যজীবীকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে।
বাংলাদেশের জেল থেকে ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী। এই ভারতীয় মৎস্যজীবীদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এবং নামখানায়। গত অক্টোবর মাসে বাংলাদেশ জল সীমানায় ঢুকে পড়ার অভিযোগে গ্রেফতার হয় তাঁদের। আটক করা হয় ৬টি ট্রলার। ভারতীয় মৎস্যজীবীরা নিজেদের ট্রলার নিয়েই ফিরবেন বলে জানা গিয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামিকাল, রবিবার দেশে ফেরার পর গঙ্গাসাগরে তোলা হবে ভারতীয় মৎস্যজীবীদের। গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন রবিবার। তিনি নিজে কথা বলবেন মৎস্যজীবীদের সঙ্গে। ফলে স্বস্তিতে ভারতীয় মৎস্যজীবীদের পরিবার।