Weather Update: ঠাণ্ডায় কালিম্পংকেও গোল দিচ্ছে পুরুলিয়া, তাপমাত্রা নামছে হু হু করে, কিন্তু আর কতদিন

Weather Update: নতুন বছরের পয়লা দিনেই কামব্যাক হয়েছে শীতের। একদিনে ৩ ডিগ্রি সেলসিয়াস পারদপতন হয়েছে কলকাতায়। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বুধবার আলিপুরের তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

Weather Update: ঠাণ্ডায় কালিম্পংকেও গোল দিচ্ছে পুরুলিয়া, তাপমাত্রা নামছে হু হু করে, কিন্তু আর কতদিন
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 01, 2025 | 10:54 AM

কলকাতা: অবশেষে বর্ষবরণে স্বমহিমায় হাজির শীত। মঙ্গলবার সন্ধ্যায়, যখন বাংলা জুড়ে বর্ষবরণের অনুষ্ঠান চলছে, তখন থেকেই ঠাণ্ডা হাওয়া বেশ টের পাওয়া যাচ্ছিল। আর বুধবার ভোর থেকেই বোঝা গেল জাঁকিয়ে বসেছে শীত। হু হু করে উত্তরে হাওয়া বইছে। ফলে, ১ জানুয়ারি, ছুটির দিনের সকাল জমিয়ে উপভোগ করছেন রাজ্যবাসী। কলকাতার পাশাপাশি উত্তরের বা পশ্চিমের জেলাগুলিতেও অনেকটাই নেমেছে পারদ। অনেকদিন পর কালিম্পংকে টেক্কা দিল পশ্চিমাঞ্চল।

নতুন বছরের পয়লা দিনেই কামব্যাক হয়েছে শীতের। একদিনে ৩ ডিগ্রি সেলসিয়াস পারদপতন হয়েছে কলকাতায়। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বুধবার আলিপুরের তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। জাঁকিয়ে না হলেও, হালকা শীতেই ফিরেছে স্বস্তি। আগামিকাল, বৃহস্পতিবার আরও খানিকটা তাপমাত্রা কমতে পারে।

তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই দফাতেও শীতের আয়ু সাময়িক। সপ্তাহের শেষে ফের বাড়বে তাপমাত্রা। ফলে, মাঝে এই কয়েকটা দিন উপভোগ করতে চাইছেন সাধারণ মানুষ।

এদিকে, পুরুলিয়ার তাপমাত্রা নেমে হল ৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা উত্তরের জেলার থেকেও কম। কালিম্পঙের তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। ফলে কালিম্পঙের থেকেও বেশি ঠাণ্ডা পুরুলিয়ায়। ৯.৫ ডিগ্রিতে নেমেছে ঝাড়গ্রামের পারদ। বাঁকুড়ার তাপমাত্রা ১০.৯ ডিগ্রি ও শ্রীনিকেতনের তাপমাত্রা ১১ ডিগ্রি।

৩-৪ দিন শীতের এই আমেজ বজায় থাকবে বলে জানা গিয়েছে, রবিবার থেকে তাপমাত্রা বাড়তে পারে।