Adani Wilmar: বন্ধ হল আদানির এই আন্তর্জাতিক ব্যবসা! কতটা প্রভাব পড়ল শেয়ার বাজারে?
Adani Wilmar: মাস কয়েক ধরেই আদানি গোষ্ঠীর এই ব্যবসা বন্ধ করা নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল বাজারে। সোমবার সেই গুঞ্জনেই সিলমোহর দিল আদানি গোষ্ঠী। ঘোষণার পরই শেয়ার বাজারে আদানি উইলমারের দামে সাময়িক পতন দেখা যায়।
কলকাতা: নিজের আরও একটি ব্যবসা বন্ধ করল আদানি। সোমবার আদানি উইলমারের ব্যবসা ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘোষণা করল আদানি গোষ্ঠী। সিঙ্গাপুরের উইলমার কোম্পানির সঙ্গে যৌথ উদ্দ্যোগে এই স্বল্পমেয়াদি ভোগ্যপণ্যের ব্যবসা চালাত আদানি এন্টারপ্রাইজ। অবশেষে সেই ব্যবসায় আন্তর্জাতিক সংস্থা উইলমার গ্রুপের হাত ছেড়ে দিল গৌতম আদানি।
মাস কয়েক ধরেই আদানি গোষ্ঠীর এই ব্যবসা বন্ধ করা নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল বাজারে। সোমবার সেই গুঞ্জনেই সিলমোহর দিল আদানি গোষ্ঠী। ঘোষণার পরই শেয়ার বাজারে আদানি উইলমারের দামে সাময়িক পতন দেখা যায়। নতুন বছরের প্রথম দিনে সেই ক্ষত অনেকটাই ঢেকে দিয়েছে আদানি উইলমার শেয়ার।
জানা যায়, আদানি উইলমারের ব্যবসায় মোট ৪৪ শতাংশ অংশীদারি ছিল আদানি এন্টারপ্রাইজের। যার পুরোটাই ২ বিলিয়ন মার্কিল ডলারের দরে বিক্রি করে এই ব্যবসা থেকে একেবারে বেরিয়ে এল ভারতের অন্যতন ব্যবসায়িক গোষ্ঠী আদানি। মোট দুই ধাপে এই লেনদেন প্রক্রিয়া করা হবে। মঙ্গলবার শেয়ার দামে দেখা গিয়েছিল ৭ শতাংশ পতন। এদিন মার্কেট খুলতেই এক লাফে উঠে দাঁড়াল আদানি উইলমার। ৩০৮ থেকে লাফ দিল ৩২৩ টাকায়।
গত ৩০ ডিসেম্বর সাক্ষরিত চুক্তি অনুযায়ী, মোট ৩১ শতাংশ অংশীদারি আপাতত আদানি গোষ্ঠীর হাত থেকে চলে যাবে আন্তর্জাতিক সংস্থা সিঙ্গাপুর উইলমারের কাছে। বাকি ১৩ শতাংশ অংশীদারি, যা মিনিমাম পাবলিক শেয়ার হোল্ডিং নীতি মেনে পরবর্তীতে হস্তান্তর করা হবে। এরপর আদানি উইলমারের বোর্ড থেকে পদত্যাগ করবেন আদানির নমিনি ডিরেক্টর। অবশ্য, আদানি উইলমারকে কর্পোরেট রীতিনীতি মেনে পুনরায় রি-ব্র্যান্ডিং করা হতে পারে বলেও কানাঘুষো শোনা যাচ্ছে।