১ জানুয়ারি থেকেই বন্ধ হয়ে যাচ্ছে ৩ রকমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টও লিস্টে নেই তো?

RBI: দেশ জুড়ে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কে লক্ষাধিক অ্যাকাউন্ট রয়েছে, যা নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে।  মূলত এই ধরনের অ্যাকাউন্টগুলিই বন্ধ করে দেওয়া হবে।

১ জানুয়ারি থেকেই বন্ধ হয়ে যাচ্ছে ৩ রকমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টও লিস্টে নেই তো?
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।Image Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Jan 01, 2025 | 10:07 AM

নয়া দিল্লি: নতুন বছর, নতুন নিয়ম। ২০২৫ সালের শুরুতেই বড় পদক্ষেপ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (Reserve Bank of India)। নির্দেশ দেওয়া হল একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধের (Bank Account Closure)। আজ, ১ জানুয়ারি থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে। আরবিআই-র তথ্য অনুযায়ী, মোট তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকউন্ট বন্ধ করে দেওয়া হবে।

জানা গিয়েছে, দেশ জুড়ে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কে লক্ষাধিক অ্যাকাউন্ট রয়েছে, যা নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে।  মূলত এই ধরনের অ্যাকাউন্টগুলিই বন্ধ করে দেওয়া হবে। রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, দুই বা তার বেশি বছর ধরে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি লেনদেন না হয়, তবে তা নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বলেই গণ্য করা হবে। এই অ্যাকাউন্ট হ্যাক করে নানা ধরনের প্রতারণামূলক কাজ হচ্ছে। এই প্রতারণা রুখতেই এবার অ্যাকাউন্ট বন্ধের পথে হাঁটতে চলেছে আরবিআই।

কোন কোন অ্যাকাউন্ট বন্ধ হবে?

যে অ্যাকাউন্টগুলি এক বছরের বেশি সময় ধরে নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে, সেগুলি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাঙ্কের তরফে গ্রাহকের সঙ্গে যোগাযোগ করা হবে অ্যাকাউন্ট সক্রিয় করার জন্য। গ্রাহকরাও ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট সক্রিয় করতে পারেন।

জিরো ব্যালেন্স অর্থাৎ ব্যাঙ্কের অ্যাকাউন্ট টাকা না থাকলেও, সেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। ব্যাঙ্কের তরফে একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়। সেই সময় পেরিয়ে গেলেই, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।

যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট নেই, তা বন্ধ করে দেওয়া হবে। গ্রাহকরা কেওয়াইসি জমা দিলে, ফের সেই অ্যাকাউন্ট চালু করে দেওয়া হবে। তবে কেওয়াইসি-তে যদি কোনও সমস্যা হয় বা তথ্য ঠিক না থাকে, তবে পাকাপাকিভাবে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে ব্যাঙ্ক।