Siliguri: ‘আমি কি বাড়ি ফেরত পাব না?’, ছেলেকে নিয়ে রাস্তায় বসে বৃদ্ধা

Siliguri: সঞ্জীব বিশ্বাসের দাবি, বিষয়টা মিটিয়ে নিতে বলা হয়েছিল তাঁদের। এরপর মাটিগাড়া থানায় যান তাঁরা। সেখানেও অভিযোগ নেওয়া হয়নি।

Siliguri: 'আমি কি বাড়ি ফেরত পাব না?', ছেলেকে নিয়ে রাস্তায় বসে বৃদ্ধা
Follow Us:
| Edited By: | Updated on: Jan 01, 2025 | 12:48 PM

শিলিগুড়ি: বৃদ্ধার জমি ও বাড়ি দখল করে বসে রয়েছেন ভাড়াটিয়ারা। মুখ ফিরিয়েছে পুলিশ। নিজের বাড়ি ফিরে পেতে শেষ পর্যন্ত অবস্থানে বসেছেন অশীতিপর বৃদ্ধা। রাস্তার ধারে প্লাকার্ড হাতে বসে রয়েছেন তিনি। শিলিগুড়ির ঘটনা। বৃদ্ধার নাম যূথিকা বিশ্বাস।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের গা ঘেঁষে থাকা ঠিকনিকাটা এলাকায় তিনকাঠা জমির ওপর একটি বাড়ি রয়েছে বৃদ্ধা যূথিকা বিশ্বাসের। বেশ কয়েক বছর আগে তিনি বাড়িটি ভাড়া দিয়েছিলেন। বৃদ্ধার দাবি, গত কয়েক মাস ধরে ভাড়াটিয়াকে বাড়ি ছেড়ে দিতে বলছেন তিনি, অথচ ভাড়াটিয়ারা বাড়ি ছাড়ছেন না।

বৃদ্ধার অভিযোগ, ভাড়াটিয়া মুক্তি সাহা এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেত্রীর আত্মীয়। ফলে প্রভাব দেখিয়েই বাড়ি ছাড়ছেন না তিনি। অভিযোগ, বৃদ্ধার বাড়ি কার্যত দখল হওয়ার পথে।

ওই বৃদ্ধার ছেলে সঞ্জীব বিশ্বাস জানান, এই নিয়ে স্থানীয় মেডিক্যাল পুলিশ ফাঁড়িতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু পুলিশ অভিযোগ নেয়নি বলে দাবি করেন তিনি। সঞ্জীব বিশ্বাসের দাবি, বিষয়টা মিটিয়ে নিতে বলা হয়েছিল তাঁদের। এরপর মাটিগাড়া থানায় যান তাঁরা। সেখানেও অভিযোগ নেওয়া হয়নি। তিনি বলেন, “বাধ্য হয়ে পুলিশ কমিশনারেটে গিয়ে গত ২৭ ডিসেম্বর অভিযোগ জানিয়েছি। কিন্তু পুলিশ তদন্ত করছে না। ফলে নিজেদের জমি ও বাড়ি ফিরে পেতে ধরনায় বসেছি।”

ঠিকনিকাটা এলাকায় ওই বাড়িতে গেলেও ভাড়াটিয়া মুক্তি সাহার দেখা মেলেনি। তাঁর স্ত্রী জানান, আগামিকাল, বৃহস্পতিবার কথা বলবেন তিনি। তবে আজ নয়। ওই মহিলা আরও বলেন, “মার্চে ছেলের পরীক্ষা। তারপর বাড়ি ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।”