Mitchell Starc: আশঙ্কা ছিল মেলবোর্নেই, সিডনি টেস্টে নেই মিচেল স্টার্ক?

India vs Australia, Border Gavaskar Trophy: মেলবোর্ন টেস্টের সময় থেকেই শোনা গিয়েছিল ফিটনেস নিয়ে সমস্যায় মিচেল স্টার্ক। সিডনিতে বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্ট। তার আগে মিচেল স্টার্ককে নিয়ে চিন্তা বেড়েছে অজি শিবিরে। সত্যিই কি তিনি সিডনিতে খেলবেন না?

| Updated on: Jan 01, 2025 | 3:02 PM
চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে এখনও অবধি ৪টি টেস্টে খেলেছেন বাঁ হাতি জোরে বোলার মিচেল স্টার্ক। তাতে তিনি নিয়েছেন ১৫টি উইকেট। (ছবি-পিটিআই)

চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে এখনও অবধি ৪টি টেস্টে খেলেছেন বাঁ হাতি জোরে বোলার মিচেল স্টার্ক। তাতে তিনি নিয়েছেন ১৫টি উইকেট। (ছবি-পিটিআই)

1 / 8
ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে, বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্টে হয়তো চোটের কারণে খেলবেন না অজি বোলিং বিভাগের অন্যতম সেরা অস্ত্র মিচেল স্টার্ক। (ছবি-পিটিআই)

ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে, বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্টে হয়তো চোটের কারণে খেলবেন না অজি বোলিং বিভাগের অন্যতম সেরা অস্ত্র মিচেল স্টার্ক। (ছবি-পিটিআই)

2 / 8
 সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন যে মিচেল স্টার্ক যদি সিডনি টেস্টে না খেলতে পারেন, তা হলে শন অ্যাবট বা ঝাই রিচার্ডসনকে টিমে নেওয়া হতে পারে।  (ছবি-পিটিআই)

সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন যে মিচেল স্টার্ক যদি সিডনি টেস্টে না খেলতে পারেন, তা হলে শন অ্যাবট বা ঝাই রিচার্ডসনকে টিমে নেওয়া হতে পারে। (ছবি-পিটিআই)

3 / 8
আজ, বুধবার সিডনি থেকে মিডিয়াকে অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি জানিয়েছেন, মিচেল স্টার্ক ভালো আছেন। এবং তিনি হয়তো সিডনি টেস্টে খেলবেন। (ছবি-পিটিআই)

আজ, বুধবার সিডনি থেকে মিডিয়াকে অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি জানিয়েছেন, মিচেল স্টার্ক ভালো আছেন। এবং তিনি হয়তো সিডনি টেস্টে খেলবেন। (ছবি-পিটিআই)

4 / 8
সতীর্থর প্রশংসা করে অ্যালেক্স ক্যারি বলেন, 'আমি স্টার্কির (মিচেল স্টার্ক) সঙ্গে দীর্ঘদিন ধরে খেলছি। ও অন্যতম কঠিন ক্রিকেটার, যাঁর সঙ্গে আমি খেলেছি।' (ছবি-পিটিআই)

সতীর্থর প্রশংসা করে অ্যালেক্স ক্যারি বলেন, 'আমি স্টার্কির (মিচেল স্টার্ক) সঙ্গে দীর্ঘদিন ধরে খেলছি। ও অন্যতম কঠিন ক্রিকেটার, যাঁর সঙ্গে আমি খেলেছি।' (ছবি-পিটিআই)

5 / 8
পুরোপুরি চোটমুক্ত নন মিচেল স্টার্ক। এর আগে অজি কোচ ম্যাকডোনাল্ড জানিয়েছিলেন, স্টার্ক খুব বড়সড় চোট পাননি। তবে তাঁর পুরোপুরি সুস্থ হয়ে ওঠা দরকার। (ছবি-পিটিআই)

পুরোপুরি চোটমুক্ত নন মিচেল স্টার্ক। এর আগে অজি কোচ ম্যাকডোনাল্ড জানিয়েছিলেন, স্টার্ক খুব বড়সড় চোট পাননি। তবে তাঁর পুরোপুরি সুস্থ হয়ে ওঠা দরকার। (ছবি-পিটিআই)

6 / 8
এ বারের বর্ডার গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার তারকা বোলার মিচেল স্টার্ক ভারতীয় ক্রিকেটারদের একাধিক বার চাপে ফেলেছেন। (ছবি-পিটিআই)

এ বারের বর্ডার গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার তারকা বোলার মিচেল স্টার্ক ভারতীয় ক্রিকেটারদের একাধিক বার চাপে ফেলেছেন। (ছবি-পিটিআই)

7 / 8
সিডনি টেস্ট কি সত্যিই হবে স্টার্ক হীন? ৩ জানুয়ারি থেকে শুরু হবে বর্ডার গাভাসকর ট্রফির পঞ্চম টেস্ট। এ বার দেখার অজি টিম ম্যানেজমেন্ট স্টার্ককে খেলানোর ঝুঁকি নেয় কিনা। (ছবি-পিটিআই)

সিডনি টেস্ট কি সত্যিই হবে স্টার্ক হীন? ৩ জানুয়ারি থেকে শুরু হবে বর্ডার গাভাসকর ট্রফির পঞ্চম টেস্ট। এ বার দেখার অজি টিম ম্যানেজমেন্ট স্টার্ককে খেলানোর ঝুঁকি নেয় কিনা। (ছবি-পিটিআই)

8 / 8
Follow Us: