AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Hike: লাগবে ‘জোর কা ঝটকা’, ২০২৫ সালেই ৯০,০০০-র গণ্ডি পেরোবে সোনা?

Gold Price Hike: ২০২৩ সালে সোনার দাম রেকর্ড মূল্যে পৌঁছেছিল। ২০২৩ সালের ৩০ অক্টোবর ১০ গ্রাম সোনার দাম ৮২ হাজার ৪০০ টাকায় পৌঁছেছিল।

Gold Price Hike: লাগবে 'জোর কা ঝটকা', ২০২৫ সালেই ৯০,০০০-র গণ্ডি পেরোবে সোনা?
প্রতীকী চিত্র।Image Credit: Getty Image
| Updated on: Jan 04, 2025 | 7:15 PM
Share

নয়া দিল্লি: নতুন বছর পড়তে না পড়তেই বড় ঝটকা দিয়েছে সোনার দাম। একলাফেই আট হাজার টাকা বেড়েছে সোনার দাম। আর বিয়ের মরশুমে সোনার দাম বাড়ায়, মাথায় হাত পড়েছে মধ্যবিত্ত-নিম্নবিত্ত মানুষের। কীভাবে সোনা কিনবেন, তা ভেবে কূল পাচ্ছেন না। তবে বাজার বিশেষজ্ঞদের উদ্বেগ অন্য জায়গায়। তাদের অনুমান, ২০২৫ সালে ১০ গ্রাম সোনার দাম ৯০ হাজারে পৌঁছতে পারে। তখন সাধারণ মানুষের আরওই সাধ্যের বাইরে চলে যাবে হলুদ ধাতু।

বছর বছর সোনার দাম বেড়েই চলেছে। ২-৩ বছর আগেই যেখানে ১০ গ্রাম সোনার দাম ৬০ হাজারের গণ্ডিতে ছিল। সেখানেই ২০২৪ সালে সোনার দাম ৭০ হাজারের গণ্ডি পার করেছে। বাজার বিশেষজ্ঞদের শঙ্কা, ২০২৫ সালের মাঝামাঝি বা শেষের দিকে ১০ গ্রাম সোনার দাম ৮৫ হাজার থেকে ৯০ হাজার টাকায় পৌঁছতে পারে। এর পিছনে একাধিক বৈশ্বিক ও দেশীয় কারণ রয়েছে। এর মধ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা রয়েছে, তেমনই মুদ্রানীতি ও কেন্দ্রীয় ব্যাঙ্কের সোনার ক্রয়-বিক্রয়ও রয়েছে।

২০২৩ সালে সোনার দাম রেকর্ড মূল্যে পৌঁছেছিল। ২০২৩ সালের ৩০ অক্টোবর ১০ গ্রাম সোনার দাম ৮২ হাজার ৪০০ টাকায় পৌঁছেছিল। বর্তমানে স্পট মার্কেটে সোনার দাম ৭৯,৩৫০ টাকা। এমসিএক্স ফিউচারে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৭৬ হাজার ৬০০ টাকা।

কেন বাড়ছে সোনার দাম?

সোনার দাম বৃদ্ধির অন্যতম কারণ হল যুদ্ধ। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের দুই বছর পার হয়ে গিয়েছে। এখনও যুদ্ধ থামার নাম নেই। এই যুদ্ধের ব্যাপক প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। বাড়ছে সোনার দামও। ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ বদলে ইরানের সঙ্গে যুদ্ধের রূপ নিয়েছে। সিরিয়াতেও প্রেসিডেন্ট পদ থেকে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে বিদ্রোহী সশস্ত্র বাহিনী। এর পাশাপাশি জানুয়ারি মাসে আমেরিকায় ক্ষমতা পরিবর্তন হবে। প্রেসিডেন্ট পদে বসবেন ডোনাল্ড ট্রাম্প।

এই অস্থির পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজার টালমাটাল। নতুন করে বিনিয়োগ করার ঝুঁকি নিতে কেউ রাজি নয়। সেক্ষেত্রে সোনাকেই নিরাপদ বিনিয়োগ হিসাবে গণ্য করা হচ্ছে। স্বাভাবিকভাবেই আগামিদিনে আরও চাহিদা বাড়বে সোনার এবং উত্তরোত্তর সোনার দামও বাড়বে।

কেন্দ্রীয় ব্যাঙ্কের ভাণ্ডার-

বিগত বেশ কয়েক বছর ধরে যে প্যাটার্ন দেখা যাচ্ছে তা হল, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবং অন্যান্য দেশের ব্যাঙ্কগুলি সোনা কিনে তাদের সোনার রিজার্ভ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি যদি ২০২৫ সালেও সোনা কেনা অব্যাহত রাখে, তাহলে সেখানে সোনার দাম বাড়ার সম্ভাবনা থাকবে।