AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pahalgam Terrorist Attack: পহেলগাঁওয়ের ঘটনার আঁচ খেলার মাঠে, পাকিস্তানকে বয়কট ভারতের

কয়েকদিন আগে পহেলগাঁওয়ে নির্মমভাবে ২৬ জন পর্যটককে হত্যা করেছে জঙ্গিরা। এই ঘটনার আঁচ এ বার খেলার মাঠেও।

Pahalgam Terrorist Attack: পহেলগাঁওয়ের ঘটনার আঁচ খেলার মাঠে, পাকিস্তানকে বয়কট ভারতের
পাকিস্তানকে রেয়াত নয় খেলার মাঠেও, কড়া বার্তা ভারতের!Image Credit: Doordarshan
| Edited By: | Updated on: Apr 27, 2025 | 3:17 PM
Share

কয়েকদিন আগে পহেলগাঁওয়ে নির্মমভাবে ২৬ জন পর্যটককে হত্যা করেছে জঙ্গিরা। এই ঘটনার আঁচ এ বার খেলার মাঠেও। পাকিস্তানের সঙ্গে খেলার মাঠে কোনও সাক্ষাৎ নয়, কড়া বার্তা ভারতের। পাকিস্তানের সঙ্গে এ বার ভলিবল টুর্নামেন্ট খেলতে নারাজ পরিষ্কার করে দিল ভারত। পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) পর ভারতীয় ভলিবল দল সরে দাঁড়াল সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ (Central Asian Volleyball Championship) থেকে।

আগমী ২৮ মে- ৪ জুন পর্যন্ত এই সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা। টুর্নামেন্ট শুরু হতে হাতে এখনও দিন ত্রিশের মতো বাকি। তার ১ মাস আগেই সরে দাঁড়াল ভারত। চমকপ্রদ তথ্য, টুর্নামেন্টে প্রথম অংশগ্রহণকারী দল হিসেবে নাম নথিভুক্ত করেছিল ভারতই। এই টুর্নামেন্ট হওয়ার কথা, ইসলামাবাদের লিয়াকত জিমন্যাশিয়ামে। ভারত ছাড়াও বাকি দল আয়োজক পাকিস্তান, ইরান, কিরঘিজস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও শ্রীলঙ্কা।

গত বছর কূটনৈতিক কারণেই এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছিল ভারত। তবে এ বার সম্মতি দিয়েছিল যোগদানের। তবে পহেলগাঁওয়ের ঘটনার পর এই সিদ্ধান্ত নিল ভারতীয় ভলিবল দল। মোট ৩০জনের দল পাঠানোর কথা ছিল ভারতের। পাকিস্তানকে ইতিমধ্যে দল তুলে নেওয়ার কথা জানিয়েছে ভারত। টিভি নাইন বাংলায় এই খবরের সত্যতা স্বীকার করেছেন ভারতীয় ভলিবলের শীর্ষকর্তা।

উল্লেখ্য, ভলিবলের পাশাপাশি হকিতেও ভারত-পাক দ্বৈরথ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি ক্রিকেটেও ভারত-পাকে লাগাম লাগতে পারে। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আর কোনও ভাবেই সম্ভব নয়। ক্রিকেট মহলে এটা নিয়ে হচ্ছে আলোচনা। একইসঙ্গে বিশ্বকাপেও ভারত-পাকিস্তানকে যেন এক গ্রুপে না রাখা হয় এই মর্মে বিসিসিআই আইসিসিকে চিঠি দিচ্ছে। সম্প্রতি দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় পহেলগাঁওয়ের হত্যালীলার পর জানান, তাঁর মনে হয় চিঠি দেওয়া একদম সঠিক সিদ্ধান্ত। সন্ত্রাসবাদী হামলা কখনই বরদাস্ত করা যায় না জানিয়েছেন মহারাজ।