AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Bangladesh Tie: মনে-মনে এত ‘প্রেম’? ভারত ‘মুখ ফেরাতে’ চুপি চুপি আলাপ সারছে পাকিস্তান-বাংলাদেশ

Pakistan Bangladesh Tie: গোয়েন্দা সূত্রে খবর, ভারত যখন প্রত্যাঘাতের জন্য তৈরি হচ্ছে, সেই আবহে কিন্তু পিছিয়ে থাকছে না পাকিস্তানও। নয়াদিল্লিকে বিপাকে ফেলতে নতুন পরিকল্পনা তৈরি করছে তারা।

Pakistan Bangladesh Tie: মনে-মনে এত 'প্রেম'? ভারত 'মুখ ফেরাতে' চুপি চুপি আলাপ সারছে পাকিস্তান-বাংলাদেশ
প্রতীকী ছবিImage Credit: Getty Image | PTI
| Edited By: | Updated on: Apr 27, 2025 | 3:04 PM
Share

নয়াদিল্লি: এ যেন ‘পুরনো প্রেম’! ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কয়েক ধাপ ‘বিষিয়ে’ যেতেই নতুন করে বাংলাদেশের দিকে ঝুঁকতে শুরু করেছে পাক-প্রশাসন। শুক্রবার ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গিয়েছিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ।

সেই অনুষ্ঠানে যোগ দিয়েই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার বার্তা দেন তিনি। এমনকি, দুই দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক-সহ একাধিক দিকের মেলবন্ধনের দাবিও করেন তিনি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দিন কতক আগেই প্রায় দেড় দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তানের বিদেশমন্ত্রকের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক হয়েছিল। আর তারপরেই নতুন করে সম্পর্কের বাঁধন মজবুত করার চেষ্টা করছে দুই দেশ।

গোয়েন্দা সূত্রে খবর, ভারত যখন প্রত্যাঘাতের জন্য তৈরি হচ্ছে, সেই আবহে কিন্তু পিছিয়ে থাকছে না পাকিস্তানও। নয়াদিল্লিকে বিপাকে ফেলতে নতুন পরিকল্পনা তৈরি করছে তারা। এমনকি, সেক্ষেত্রে বাংলাদেশের আকাশ পথকে ব্যবহার করে ভারতের উপর হামলা চালাতে পারে পাকিস্তান।

এই মর্মে প্রাক্তন NSG কর্তা দীপাঞ্জন চক্রবর্তী জানিয়েছেন, ‘আজকের দিনে যুদ্ধটা শুধু রণক্ষেত্রেই হয় না। তার বাইরেও হয়। তবে আমার মনে হয়, পাকিস্তান যদি দিনশেষে ভারতের উপর আক্রমণও করে বসে, তাতে ওরা বেশি দিন টিকতে পারবে। আমার ধারণা, ৪৮ ঘণ্টার মধ্য়েই ওদের টুঁটি চেপে ধরবে তারা।’