Abhishek Banerjee: ‘আর শুধু সার্জিক্যাল স্ট্রাইক নয়, RECLAIM POK’, গর্জে উঠলেন অভিষেক
Abhishek Banerjee: কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। উঠেছে বদলার দাবি। তৈরি রয়েছে ভারতীয় সেনাও। এদিকে কাশ্মীরে নিহতদের তালিকায় রয়েছেন বাংলার তিন পর্যটকও। তাঁদের পরিবারকে ইতিমধ্যেই ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের অক্সিজেন পেয়ে গর্জে উঠেছে ভারতীয় সেনাও। রাজনাথের হুঙ্কার ছিল, “ভারত এমন জবাব দেবে, যা গোটা বিশ্ব দেবে!” এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “আমরা শুধুমাত্র এই হামলার সঙ্গে যুক্ত অপরাধীদেরই নয়, এর পিছনের ষড়যন্ত্রকারীদের কাছেও পৌছব। হামলায় অভিযুক্তরা শীঘ্রই স্পষ্ট ও জোরাল উত্তর পাবে। আমি দেশকে আশ্বাস দিচ্ছি।”
প্রসঙ্গত, কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। উঠেছে বদলার দাবি। তৈরি রয়েছে ভারতীয় সেনাও। এদিকে কাশ্মীরে নিহতদের তালিকায় রয়েছেন বাংলার তিন পর্যটকও। ইতিমধ্যেই তাঁদের পরিবারের জন্য দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রাজনাথ, অমিত শাহদের সঙ্গে সর্বদল বৈঠকে জঙ্গি দমনে যে কোনও কঠোর পদক্ষেপে তৃণমূল কেন্দ্রীয় সরকারের পাশে আছে বলে স্পষ্ট বার্তা দিয়েছিলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই আবহে অভিষেকের পোস্ট বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের।
