অভিষেক-ঐশ্বর্যর সামনে আরাধ্যাকে ধাক্কা! নায়িকা বললেন…
অভিষেক-ঐশ্বর্যর ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই ভক্তদের আগ্রহ তুঙ্গে। ২০২৪ সালে তাঁদের ডিভোর্স নিয়ে চলেছে বিপুল জল্পনা। যদিও জল্পনায় জল ঢেলেছে বচ্চন পরিবারের ছবি। নতুন বছরের শুরুতে তাঁদের একসঙ্গে দেখা যায় মেয়ে আরাধ্য়ার স্কুলে।
অভিষেক-ঐশ্বর্যর ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই ভক্তদের আগ্রহ তুঙ্গে। ২০২৪ সালে তাঁদের ডিভোর্স নিয়ে চলেছে বিপুল জল্পনা। যদিও জল্পনায় জল ঢেলেছে বচ্চন পরিবারের ছবি। নতুন বছরের শুরুতে তাঁদের একসঙ্গে দেখা যায় মেয়ে আরাধ্য়ার স্কুলে। যা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন যুগলের অনুরাগীরা। বছর পড়তেই আবারও ভাইরাল অভিষেক-ঐশ্বর্যর নতুন ভিডিয়ো। বিমানবন্দরের বাইরে ফ্রেমবন্দি হয়েছেন তিনজন। সেখানেই আচমকা লাফিয়ে ওঠে আরাধ্য়া। এমনিতে মেয়েকে নিয়ে খুবই প্রোটেকটিভ ঐশ্বর্য। মেয়ে লাফিয়ে উঠতেই নায়িকা বলেন, “কে ধাক্কা দিল?” তবে আরাধ্যার এই লাফানোর মানে বার করেছেন সবাই অন্য।
অনেকেরই ধারণা মা-বাবার মিল হওয়ায় খুশি সে। আরাধ্যার উচ্ছ্বাস এবং পুরো পরিবারের একত্রিত হওয়ার মুহূর্ত ভক্তদের মনে স্বস্তি এবং আনন্দ এনে দিয়েছে। বচ্চন পরিবারের এমন মুহূর্তগুলো সবসময়ই পাপারাজ্জিদের নজরে আসে এবং নেটিজেনরা এই ধরনের খবর নিয়ে নানা মন্তব্য করেন। আরাধ্যার আনন্দিত ও প্রাণবন্ত আচরণে অনেকেই মনে করছেন যে বাবা-মায়ের সম্পর্কের মেলবন্ধন তার জন্য অত্যন্ত সুখকর। এটা বলাই যায়, পরিবারের এমন মুহূর্তগুলো বচ্চন ভক্তদের মাঝে নতুন আশার সঞ্চার করে এবং তাদের ভালবাসার উৎসাহ আরও বাড়িয়ে তোলে।