Murder: মাটিতে পড়ে বৌদির ক্ষতবিক্ষত দেহ, রক্তমাখা বটি নিয়ে গোটা বাড়ি দাপাল দেওর, ভয়ঙ্কর ঘটনা দুর্গাপুরে

Murder: চিৎকার শুনে ছুটে আসেন বাড়ির অন্যান্য সদস্যরা। ছুটে আসেন প্রতিবেশীরাও। তাঁরা বাধা দেওয়ার চেষ্টা করলেও তাতে কর্ণপাত করেননি বিষ্ণু। উল্টে তাঁদেরই বটি হাতে ধাওয়া করে বিষ্ণু। কিন্তু, সে কেন আচমকা এমন কাণ্ড করল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

Murder: মাটিতে পড়ে বৌদির ক্ষতবিক্ষত দেহ, রক্তমাখা বটি নিয়ে গোটা বাড়ি দাপাল দেওর, ভয়ঙ্কর ঘটনা দুর্গাপুরে
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 04, 2025 | 11:21 AM

দুর্গাপুর: শনির সকালে ভয়ঙ্কর ঘটনা। বৌদিকে কুপিয়ে খুন দেওরের। চাঞ্চল্যকর ঘটনা দুর্গাপুর ফরিদপুর ব্লকের কালিগঞ্জ অঞ্চলে। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল ৬ টা নাগাদ নিজের বাড়িতে কাজ করছিলেন বিন্দু রুইদাস। ওই সময় বাড়িতে ছিলেন না স্বামী বাম রুইদাস। বাম কাজ করেন দুর্গাপুর নগর নিগমে। অভিযোগ, দাদা না থাকার সুযোগ নিয়েই বৌদির উপর চড়াও হয় দেওর বিষ্ণু রুইদাস। বটি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। 

চিৎকার শুনে ছুটে আসেন বাড়ির অন্যান্য সদস্যরা। ছুটে আসেন প্রতিবেশীরাও। তাঁরা বাধা দেওয়ার চেষ্টা করলেও তাতে কর্ণপাত করেননি বিষ্ণু। উল্টে তাঁদেরই বটি হাতে ধাওয়া করে বিষ্ণু। কিন্তু, সে কেন আচমকা এমন কাণ্ড করল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুরের নিউটাউনসিপ থানার বিশাল পুলিশ বাহিনী। আটক করা হয়েছে বিষ্ণুকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পারিবারিক অশান্তি থেকেই এ কাণ্ড ঘটিয়েছে বিষ্ণু। 

এই খবরটিও পড়ুন

পরিবারের এক সদস্য বলেন, “শুধু ও ওর বৌদিকে মারেনি। মেয়েটার মায়ের মাথাতেও কোপ মেরেছে। আমরা ওর কড়া সাজা চাই। যেন ওর যাবজ্জীবন জেল হয়। আমি ওর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। আমাকেও বটি নিয়ে কোপাতে এসেছিল।”