Ease My Trip: নতুন কর্ণধার এনেও রোখা গেল না পতন, এই সংস্থার শেয়ারে এখন ‘শিয়রে সংক্রান্তি’
Ease My Trip: কয়েক সপ্তাহ তার নিজের অধীনে থাকা সংস্থার সকল শেয়ার বিক্রি করে দেওয়ার জন্য ক্রেতা খুঁজছিলেন নিশান্ত। তারপরই ঘটল এমন ঘটনা। দফায় দফায় তাঁর অধীনে সংস্থার শেয়ার বেচে দিলেন তিনি।
কলকাতা: কর্ণধারের পদ থেকে সরে বসতেই শেয়ার বাজারে হোঁচট খেল ইজ মাই ট্রিপ। ব্যক্তিগত কারণের জন্য সংস্থার প্রধান পদ থেকে সরে বসেন প্রাক্তন কর্ণধার নিশান্ত পিত্তি। শুধু তা-ই নয়, ৭৮ কোটি টাকার বিনিময়ে বিক্রি দিলেন তার নিজের কাছে থাকা সংস্থার ১৪ শতাংশ অংশীদারিত্বও। আর তারপরই শেয়ার বাজারে ধাক্কা খেল এই সংস্থার শেয়ার।
জানা যায়, কয়েক সপ্তাহ তার নিজের অধীনে থাকা সংস্থার সকল শেয়ার বিক্রি করে দেওয়ার জন্য ক্রেতা খুঁজছিলেন নিশান্ত। তারপরই ঘটল এমন ঘটনা। দফায় দফায় তাঁর অধীনে সংস্থার শেয়ার বেচে দিলেন তিনি।
কিন্তু কেন এই সিদ্ধান্ত? স্বাভাবিকভাবে নিশান্তের এই পদক্ষেপ ফেলেছে শেয়ার বাজারে। শূন্য তহবিল হাজার হাজার কোটি টাকার সংস্থা বানানো নিশান্ত হঠাৎই ছেড়ে দিলেন সব কিছুই। জানা যায়, ব্যক্তিগত কারণেই সংস্থার গুরুদায়িত্ব থেকে সরে এলেন তিনি। ২০০৮ সাল থেকে নিজের হাতে ধীরে ধীরে এই ট্র্যাভেল এজেন্ট সংস্থাটি নির্মাণ শুরু করেন নিশান্ত। আর হাত ছাড়েন নতুন বছর শুরুর আগেই।
অবশ্য, নিশান্তের পদত্যাগ মেনে নিয়ে নতুন কর্ণধারকে এনে বসিয়েছে কোম্পানির বোর্ড অব ডিরেক্টরস। নিশান্তের ভাই ও ইজ মাই ট্রিপ সংস্থার সিএফও থেকে পদোন্নতি ঘটিয়ে কর্ণধারের দায়িত্ব সামলাতে শুরু করেছে রিকান্ত পিত্তি। দাদা হাল ছাড়লেও, সংস্থাকে আরও বড় করতে নিজেই ফ্রন্টফুটে এসে খেলা শুরু করেছেন রিকান্ত।
তবে এক কর্ণধারের চলে যাওয়া ও অন্যজনের দায়িত্ব বুঝে নেওয়ার মাঝেও হাল ফেরেনি শেয়ার বাজারে। ধাপে ধাপে পতন হয়েছে ইজ মাই ট্রিপের শেয়ারের দাম। গতকালই এক ধাপে দশ শতাংশ পড়ে যায় শেয়ারের দাম। আজও সেই পারদপতন জারি ছিল। দিনশেষে এসে থামে ১৫ টাকা ৭২ পয়সায়।