Adani News: জলে গেল ‘মেহনত’! নতুন বছরেই আদানিকে ‘ধাক্কা’ দিল রাজ্য সরকার

Adani News: স্মার্ট ইলেকট্রিক মিটার কেনার জন্য আদানি গোষ্ঠীর সংস্থা আদানি এনার্জি সলিউশন লিমিটেডের দেওয়া টেন্ডার বাতিল করে দিল তামিলনাড়ু সরকার।

Adani News: জলে গেল 'মেহনত'! নতুন বছরেই আদানিকে 'ধাক্কা' দিল রাজ্য সরকার
আদানি গোষ্ঠী কর্ণধার গৌতম আদানিImage Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Jan 01, 2025 | 6:20 PM

নয়াদিল্লি: নতুন বছরে ধাক্কা খেল আদানি গোষ্ঠী। বর্ষবরণের আগেই মুনাফার মুখ দেখতে পেল না গৌতম আদানির সংস্থা আদানি এনার্জি সলিউশন লিমিটেড।

ঘটনাটা ঠিক কী?

স্মার্ট ইলেকট্রিক মিটার কেনার জন্য আদানি গোষ্ঠীর সংস্থা আদানি এনার্জি সলিউশন লিমিটেডের দেওয়া টেন্ডার বাতিল করে দিল তামিলনাড়ু সরকার। গত ২৭ ডিসেম্বর তামিলনাড়ুর বিদ্যুৎ বন্টন সংস্থা আদানিদের দেওয়া টেন্ডারটি বাতিল করে দেয় বলেই খবর।

রাজ্যের ঘরে ঘরে স্মার্ট মিটার লাগানোর জন্য বিভিন্ন সংস্থার কাছ থেকে টেন্ডার জমা নিয়েছিল তামিলনাড়ু সরকার। চারটি প্যাকেজের ভিত্তিতে বিভিন্ন সংস্থা টেন্ডার পাওয়ার জন্য নিলামে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিল সে রাজ্যে বিদ্যুৎ বন্টনকারী সংস্থা। প্রথম প্যাকেজের ভিত্তিতে চেন্নাই-সহ রাজ্যের মোট আটটি জেলায় ৮২ লক্ষ স্মার্ট মিটার বসানোর কথা ছিল।

আর সেই টেন্ডার নিলামে ধাক্কা খেল আদানি গোষ্ঠীর বিদ্যুৎ ব্যবস্থাপনা সংস্থা আদানি এনার্জি সলিউশন লিমিটেড। মূলত, তাদের দেওয়া খরচের হিসাবে সরকারি বাজেট ছাপিয়ে যাওয়ার জেরেই আদানি গোষ্ঠীর টেন্ডারকে বাতিল করে সেই রাজ্যের সরকার।

প্রসঙ্গত, সরকারি বরাত বা টেন্ডার নেওয়া নিয়ে এর আগেই আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে আমেরিকার আদালতে। অভিযোগ, বাজারের থেকে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পেতে অন্ধ্রপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্যের সরকারি আধিকারিকদের ঘুষ দিয়েছিলেন আদানিরা। এক্ষেত্রে নির্দিষ্টভাবে অভিযোগ ওঠে অন্ধ্রর এক শীর্ষ আমলার বিরুদ্ধে। ভারতীয় শিল্পপতি-সহ মোট সাত জনের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও ঘুষ দেওয়ার মামলা দায়ের হয়। গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি-সহ আরও দুই জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে আমেরিকার প্রশাসন।