Barrackpur: ডলার পাইয়ে দেওয়ার নাম করে টিনের কয়েন দিয়ে প্রতারণা, গ্রেফতার বাংলাদেশি
Barrackpur: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মলদ্বীপে কাজ করে আকবর শেখের ছেলে। সেই সূত্রে ডলার সম্পর্কে তার একটা ধারণা আগে থেকে ছিল। ধৃত আফতাব খরাদি আর রাজু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ হয় এই ডলার ভাঙানোর সূত্র ধরেই।
বারাকপুর: ডলার পাইয়ে দেওয়ার নাম করে টিনের কয়েন দিয়ে এক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। গ্রেফতার দুই বাংলাদেশি। ধৃত দুজনের নাম আফতাব খরাদি ও রাজু বিশ্বাস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মলদ্বীপে কাজ করে আকবর শেখের ছেলে। সেই সূত্রে ডলার সম্পর্কে তার একটা ধারণা আগে থেকে ছিল। ধৃত আফতাব খরাদি আর রাজু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ হয় এই ডলার ভাঙানোর সূত্র ধরেই। অভিযোগ, তাঁরা আকবরকে বলে খুব কম পয়সায় বিদেশি কয়েন এবং ডলার পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এমন এক পরিকল্পনা মাফিক রবিবার কাঁচরাপাড়াতে দেখা করেন। এক লক্ষ টাকার বিনিময়ে ৫৫৭ টি কয়েন ও একটি ১০০ সৌদি রিয়াল আকবরের হাতে তুলে দেন। কিন্তু কয়েন হাতে নিয়ে আকবর বুঝতে পারেন, সব কয়েন নয় বরং সেগুলো ছোট ছোট সাইজের টিনের চাকতি। কিন্তু ততক্ষণে চম্পট দেন অভিযুক্তরা।
এরপর আকবর বীজপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। মাত্র তিন ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা, দুটি মোবাইল ফোন, বেশ কিছু জাল নথিপত্র, টিনের কয়েন তৈরি করার সরঞ্জাম। জানা গিয়েছে, আফতাব খরাদির বাড়ি বাংলাদেশে। তাঁদের বারাকপুর আদালতে পেশ করা হবে। ঘটনার সঙ্গে আরও কে কে জড়িত আছে তার তদন্ত চলছে।