Balurghat: ১১ লক্ষ টাকার ব্যয়ে তৈরি রাস্তা,৭২ ঘণ্টার মধ্যেই উঠল পিচ
Balurghat: দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের শ্রীবই গ্রামে তৈরি হচ্ছে প্রায় ৩০০ মিটার ঢালাই রাস্তা। এই রাস্তা দিয়ে প্রায় দুই তিনটি গ্রামের মানুষ চলাচল করেন।

বালুরঘাট: প্রায় তিনশো মিটার ঢালাই রাস্তা তৈরিতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো জমাট বাঁধেনি কংক্রিটের ঢালাই রাস্তা। হাত দিতে উঠে আসছে ঢালাই রাস্তা থেকে পাথর ও বালি। বিষয়টি জানাজানি হতেই মঙ্গলবার সেই রাস্তার কাজ বন্ধ করে দিল স্থানীয় বাসিন্দারা। এদিকে রাস্তার কাজ বন্ধ করা নিয়ে গ্রামবাসীদের মধ্যে বচসা ও হাতাহাতি হয়। সঠিক ভাবে কাজ না করলে রাস্তার কাজ করতে দেবেন না বলেই দাবি করেছে ক্ষুব্ধ বাসিন্দারা। শুধুমাত্র গ্রামবাসী নয়, রাস্তায় কাজ খুব একটা ভাল হচ্ছে না তা স্বীকার করে নিয়েছেন স্থানীয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে তিনি জানিয়েছেন।
দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের শ্রীবই গ্রামে তৈরি হচ্ছে প্রায় ৩০০ মিটার ঢালাই রাস্তা। এই রাস্তা দিয়ে প্রায় দুই তিনটি গ্রামের মানুষ চলাচল করেন। সেই রাস্তার কাজ সপ্তাহ দুয়েক আগে শুরু হয়েছে। গতকাল রাস্তায় দেওয়া হয় ঢালাই। ৩০০ মিটার রাস্তার জন্য ১১ লক্ষ ৭৪ হাজার টাকা বরাদ্দ করা হয়।
এ দিকে, গ্রামের এই ঢালাই রাস্তার কাজের শুরু থেকেই নিম্নমানের কাজের অভিযোগ তুলে আসছেন স্থানীয় বাসিন্দারা। প্রথমে ইট তারপর বালি তারপর ঢালাই দেওয়ার কথা থাকলেও ভাঙা ইট ও পর্যাপ্ত বালি না দিয়েই ঢালাইয়ের কাজ শুরু করা হয়। এমনকী, যে পরিমাণ ঢালাইয়ের উচ্চতা হওয়ার কথা সেটাও দেওয়া হয়নি বলেই অভিযোগ।
সোমবার ঢালাই করা হলেও সেই ঢালাই হাত দিতেই উঠে আসছে। এ নিয়ে গ্রামের কিছু লোক বিক্ষোভ দেখায়। পাল্টা কিছু লোক বলেন, “ভাল ভাবেই রাস্তার কাজ হচ্ছে।” যা নিয়ে গ্রামের দুই পক্ষের বচসা হয়। পাশাপাশি হাতাহাতি হয়। আপাতত রাস্তার কাজ বন্ধ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। স্থানীয় মালঞ্চা গ্রাম পঞ্চায়েত সদস্য জনতা ওরাও বলেন, “এই রকম একটা অভিযোগ পেয়েছি। গোটা ঘটনা খতিয়ে দেখা হবে।”





