Winter Treks in India: অ্যাডভেঞ্চার আপনার নেশা? নতুন বছরকে স্বাগত জানাতে বেড়িয়ে পড়ুন ট্রেকে

ডিসেম্বর মানেই যেমন খাওয়া-দাওয়া, তেমনি উত্‍সবের ছুটির ছোঁয়ায় ভ্রমণও দারুণভাবে আপন। পাহাড়, সমুদ্র যেখানে যান না কেন, ঠান্ডার মেজাজ সর্বত্র।

| Edited By: | Updated on: Dec 18, 2021 | 11:03 PM
যদি একটু রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা পেতে চান তাহলে ডিসেম্বরের থেকে অন্য কোনও মাস হতেই পারে না। শীতকালীন ট্রেকগুলিতে অংশগ্রহণ করতে পারেন। পুরু বরফ চিড়ে পাহাড়ের উঁচুতে উঠে পার্বত্য সৌন্দর্য দেখার দৃশ্য মনের কোটরে ফ্রেমবন্দি করার মতো।

যদি একটু রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা পেতে চান তাহলে ডিসেম্বরের থেকে অন্য কোনও মাস হতেই পারে না। শীতকালীন ট্রেকগুলিতে অংশগ্রহণ করতে পারেন। পুরু বরফ চিড়ে পাহাড়ের উঁচুতে উঠে পার্বত্য সৌন্দর্য দেখার দৃশ্য মনের কোটরে ফ্রেমবন্দি করার মতো।

1 / 7
শীতকালে ভারতের সৌন্দর্য , মন্ত্রমুগ্ধকর পর্বতের দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য আরও অনেক ইমোশনকে একসঙ্গে পাওয়ার অনুভূতি পেতে দেশের শীতকালীন ট্রেকগুলির অনুসন্ধান চালিয়ে ব্যাকপ্যাক নিয়ে বেড়িয়ে পড়তে পারেন।

শীতকালে ভারতের সৌন্দর্য , মন্ত্রমুগ্ধকর পর্বতের দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য আরও অনেক ইমোশনকে একসঙ্গে পাওয়ার অনুভূতি পেতে দেশের শীতকালীন ট্রেকগুলির অনুসন্ধান চালিয়ে ব্যাকপ্যাক নিয়ে বেড়িয়ে পড়তে পারেন।

2 / 7
বেদনি বুগয়াল ট্রেক- অ্যাডভেঞ্চার যাঁদের নেশা, তাঁদের কাছে এই ট্রেক বেশ পছন্দের। তবে এই ট্রেকে মাঝারি ধরনের ঝুঁকি রয়েছে।  যদি আপি একজন শিক্ষানবিশ হোন, তাহলে অবশ্যই এই ট্রেকে যুক্ত হতে পারেন। উত্তরাখণ্ডের চামোলি জেলার গাড়ওয়াল ও কুমায়ূন সীমান্তে অবস্থিত।

বেদনি বুগয়াল ট্রেক- অ্যাডভেঞ্চার যাঁদের নেশা, তাঁদের কাছে এই ট্রেক বেশ পছন্দের। তবে এই ট্রেকে মাঝারি ধরনের ঝুঁকি রয়েছে। যদি আপি একজন শিক্ষানবিশ হোন, তাহলে অবশ্যই এই ট্রেকে যুক্ত হতে পারেন। উত্তরাখণ্ডের চামোলি জেলার গাড়ওয়াল ও কুমায়ূন সীমান্তে অবস্থিত।

3 / 7
চাদর ট্রেক- ভারতের সবচেয়ে কঠিন ট্রেকগুলির মধ্যে অন্যতম। এটি লাদাখে অবস্থিত। ঝান্সকার নদীর পাশ গিয়ে হাঁটা ও কনকনে ঠান্ডা জলের মধ্যে হেঁটে যাওয়ার যে ঝুঁকি ও অভিজ্ঞতা তা বলার নয়। অপ্রত্যাশিত ও বেশ চ্যালেঞ্জিং এই ট্রেক।

চাদর ট্রেক- ভারতের সবচেয়ে কঠিন ট্রেকগুলির মধ্যে অন্যতম। এটি লাদাখে অবস্থিত। ঝান্সকার নদীর পাশ গিয়ে হাঁটা ও কনকনে ঠান্ডা জলের মধ্যে হেঁটে যাওয়ার যে ঝুঁকি ও অভিজ্ঞতা তা বলার নয়। অপ্রত্যাশিত ও বেশ চ্যালেঞ্জিং এই ট্রেক।

4 / 7
নন্দা দেবী ট্রেক-  গাড়ওয়াল এলাকার অন্যতম প্রধান আকর্ষণ। ট্রেকটি মুন্সিয়ারি থেকে শুরু হয়। ২২৯০ মিটার উচ্চতায় অবস্থিত এই পর্বতের ট্রেকের বিশেষত্ব হল উচ্চ হিমালয় ঘেরা এক রহস্যময় প্রাকৃতিক সৌন্দর্য। এই ট্রেকে অভিজ্ঞ ট্রেকার ছাড়া যাওয়া উচিত নয়। কারণ দেশের সবচেয়ে কঠিন ট্রেকগুলির মধ্যে অন্যতম এটি।

নন্দা দেবী ট্রেক- গাড়ওয়াল এলাকার অন্যতম প্রধান আকর্ষণ। ট্রেকটি মুন্সিয়ারি থেকে শুরু হয়। ২২৯০ মিটার উচ্চতায় অবস্থিত এই পর্বতের ট্রেকের বিশেষত্ব হল উচ্চ হিমালয় ঘেরা এক রহস্যময় প্রাকৃতিক সৌন্দর্য। এই ট্রেকে অভিজ্ঞ ট্রেকার ছাড়া যাওয়া উচিত নয়। কারণ দেশের সবচেয়ে কঠিন ট্রেকগুলির মধ্যে অন্যতম এটি।

5 / 7
হার-কি-দুন ট্রেক-  ফটোগ্রাফারদের জন্য স্বর্গরাজ্য। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫০০ মিটার উচ্চতায় অবস্থিত গাড়ওয়াল হিমালয়ের একটি দুরন্ত ট্রেক। প্রকৃতিপ্রেমী তো বটেই, নেচার ফটোগ্রাফাররা এই ট্রেকে অনায়াসে যুক্ত হতে পারেন।

হার-কি-দুন ট্রেক- ফটোগ্রাফারদের জন্য স্বর্গরাজ্য। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫০০ মিটার উচ্চতায় অবস্থিত গাড়ওয়াল হিমালয়ের একটি দুরন্ত ট্রেক। প্রকৃতিপ্রেমী তো বটেই, নেচার ফটোগ্রাফাররা এই ট্রেকে অনায়াসে যুক্ত হতে পারেন।

6 / 7
ডোডিটাল ট্রেক- ছোট ছোট নদী, সবুজ বন, বিশাল মাপের তৃণভূমি ও প্রাকৃতিক সৌন্দর্যের মিশেল পাবেন এখানে। উত্তরকাশী জেলায় অবস্থিত একটি ছোট হ্রদ।  রয়েছে ওক ও রডোডেনড্রন গাছের সারি। সহজ থেকে মাঝারি গ্রেডের ট্রেকিং এটি। নতুনদের জন্য আদর্শ।

ডোডিটাল ট্রেক- ছোট ছোট নদী, সবুজ বন, বিশাল মাপের তৃণভূমি ও প্রাকৃতিক সৌন্দর্যের মিশেল পাবেন এখানে। উত্তরকাশী জেলায় অবস্থিত একটি ছোট হ্রদ। রয়েছে ওক ও রডোডেনড্রন গাছের সারি। সহজ থেকে মাঝারি গ্রেডের ট্রেকিং এটি। নতুনদের জন্য আদর্শ।

7 / 7
Follow Us: