AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

একটি ১০০ টাকার নোট বিক্রি হল ৫৬,৪৯,৬৫০ টাকায়, শুনলে অবাক হবেন

Note: একইভাবে, লন্ডনে অপর একটি নিলামে, দুটি পুরনো ১০ টাকার নোট বিক্রি হয়েছিল একসময়। একটি নোটের দাম ছিল ৮.৯০ লক্ষ টাকা, অন্যটির দাম ছিল ৫.৮০ লক্ষ টাকা।

একটি ১০০ টাকার নোট বিক্রি হল ৫৬,৪৯,৬৫০ টাকায়, শুনলে অবাক হবেন
Image Credit: Getty Image
| Updated on: Jan 07, 2025 | 7:06 PM
Share

লন্ডন: ১০০ এবং ৫০০ টাকার নোট বর্তমানে ভারতে সবচেয়ে বেশি প্রচলিত। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এই নোটগুলি অনেক বেশি পরিমাণে ছাপায়। বাজারে এই সব নোটের চাহিদাও বেশি। সম্প্রতি এরকমই একটি ১০০ টাকার নোট বিক্রি হল ৫৬ লক্ষ টাকায়। লন্ডনে একটি ভারতীয় ১০০ টাকার নোট ওই বিপুল দামে বিক্রি হয়েছে।

লন্ডনে সম্প্রতি একটি নিলামের আয়োজন করা হয়। সেখানে ভারতীয় ওই ১০০ টাকার নোটটির মূল্য পৌঁছয় ৫৬,৪৯,৬৫০ টাকায়। ওই টাকাতেই বিক্রি হয় ১০০ টাকার নোট। একটি সাধারণ নোটের মূল্য ৫৬ লক্ষ টাকা হতে পারে কীভাবে?

আসলে এই নোটের কিছু বিশেষত্ব আছে। এটি আর পাঁচটা নোটের থেকে আলাদা। এই ১০০ টাকার নোটটি ১৯৫০ সালে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বাজারে এনেছিল। এই নোটের সিরিয়াল নম্বর HA 078400। আর এই নম্বরের জন্যই এর দাম এত বেশি।

এই নোটে লেখা HA আসলে হজ যাত্রার কথা বলে। ১৯৫০ সালে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া উপসাগরীয় দেশগুলিতে হজ যাত্রায় যাওয়া ভারতীয়দের জন্য বিশেষ সিরিয়াল নম্বর ব্যবহার করে। আর সেই নম্বরটি ছিল HA ০৭৮৪৪০। ভারতীয় মুদ্রা ব্যবহার করে বেআইনিভাবে সোনা কেনা ঠেকাতে এই বিশেষ ক্রমিক নম্বরের নোটটি ছাপা হয়েছিল।

HA কোড সহ এই নোটগুলি সহজেই চেনা যেত, ফলে উপসাগরীয় দেশগুলোতে জাল ভারতীয় নোট শনাক্ত করাও সহজ হয়েছিল। এছাড়াও, এই ১০০ টাকার নোটের রঙও সাধারণ ভারতীয় নোটের থেকে আলাদা ছিল।

একইভাবে, লন্ডনে অপর একটি নিলামে, দুটি পুরনো ১০ টাকার নোট বিক্রি হয়েছিল একসময়। একটি নোটের দাম ছিল ৮.৯০ লক্ষ টাকা, অন্যটির দাম ছিল ৫.৮০ লক্ষ টাকা। এই নোটগুলি ছাপা হয়েছিল ১৯১৮ সালে, প্রথম বিশ্বযুদ্ধের শেষের বছরে। তাই ওই ১০ টাকার নোটের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।

এই সেই নোট