BSF on Bangladesh: বর্ডারে কি উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি? আহত একাধিক BSF, বন্দুক নিয়ে পাল্টা জবাব জওয়ানদেরও
BSF Soldier: ঘটনাস্থল ত্রিপুরায় কালীশহর মাগুরোলি পঞ্চায়েত এলাকায় পানিসাগরের ৪৭ নম্বর পিলার। বিএসএফ সূত্রে খবর, সেখানেই বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিএসএফ জওয়ান। বিএসএফ সূত্রে খবর,বাংলাদেশি পাচারকারীরা গত কয়েকদিন ধরে ওই সীমান্তে এসে সমস্যা তৈরির চেষ্টা করছিল।
আগরতলা: পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের গোপন পথ নিয়ে বেড়েছে উদ্বেগ। ইতিমধ্যে ব্ল্যাকস্পট নিয়ে তৈরি করা হয়েছে রিপোর্টও। তবে শুধু এই রাজ্য নয়, বাংলাদেশ ঘেঁষা একাধিক রাজ্য়ের অনুপ্রবেশ নিয়েও চিন্তায় বর্ডার সিকিউরিটি ফোর্স। তবে সদা সতর্ক জওয়ানরা। আর এরই মধ্যে ত্রিপুরায় বাংলাদেশ সীমানায় বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত জওয়ানরা। এর থেকে অনুমান করা যায়, বর্ডারের পরিস্থিতি বেশ খানিকটা উত্তপ্ত।
ঘটনাস্থল ত্রিপুরায় কালীশহর মাগুরোলি পঞ্চায়েত এলাকায় পানিসাগরের ৪৭ নম্বর পিলার। বিএসএফ সূত্রে খবর, সেখানেই বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিএসএফ জওয়ান। বিএসএফ সূত্রে খবর,বাংলাদেশি পাচারকারীরা গত কয়েকদিন ধরে ওই সীমান্তে এসে সমস্যা তৈরির চেষ্টা করছিল। এরপর মঙ্গলবার বিএসএফ জওয়ানরা অনুপ্রবেশকারীদের পিএমজি বন্দুক নিয়ে তাড়া করছিলেন। তখনই একদল বাংলাদেশি দুষ্কৃতী বাঁশ-লাঠি নিয়ে বেধড়ক মারধর শুরু করে দুই জওয়ানকে। পরে, একজন বিজিবি জওয়ান এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
উল্লেখ্য, পাচার রুখতে সদা তৎপর বিএসএফ। পাচারকারীদের হাত থেকে কখনও সোনা কখনও বা রূপো উদ্ধার করেছে তারা। তারপর বাংলাদেশ পরিস্থিতি উত্তপ্ত হওয়ার মধ্যেই আরও সতর্ক বিএসএফ জওয়ানরা। তবে অনুপ্রবেশকারীদের হাতে এভাবে আক্রান্ত হওয়ার ঘটনায় কার্যত চাপানউতোর সৃষ্টি হয়েছে।