TMC Leader: লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ TMC নেতার বিরুদ্ধে, আদালতে আগাম জামিনের আবেদন করেও হল না কাজ
TMC Leader: রকার পরিবারের অভিযোগ ৩১ নম্বর জাতীয় সড়কে ফোর লেন তৈরির সময় তাদের জমি অধিগ্রহণ করা হয়। ক্ষতিপূরণ বাবদ তারা পেয়েছেন ৫৯ লাখ টাকা। অভিযোগ সেই টাকা ব্যাঙ্কে ঢোকার পর থেকে প্রফুল্ল সরকারকে ভয় দেখিয়ে ২৪ লক্ষ টাকা হাতিয়ে নেন যুব তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক পাপন চাকলাদার।
জলপাইগুড়ি: আগাম জামিন পেলেন না তৃণমূল নেতা। শুনানির দিন ফের পিছিয়ে গেল। ময়নাগুড়ি ব্লকের দাপুটে তৃণমূল নেতা পাপন চাকলাদার। তার বিরুদ্ধে তোলাবাজি, শ্লীলতাহানি-সহ একাধিক অভিযোগ করেছেন ময়নাগুড়ি উল্লাডাবরি গ্রামের বাসিন্দা প্রফুল্ল সরকার, ললিত সরকার সহ আরও অন্যান্য কয়েকজন। জমি নিয়ে তাঁদের বিবাদের খবরে কিছুদিন আগেই ব্যাপক শোরগোল হয়েছিল।
শেষ পর্যন্ত থানায় পাপন চাকলাদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন প্রফুল্ল সরকার। সেই মামলা থানা থেকে গড়ায় আদালতে। পাপন চাকলাদারের হয়ে তাঁর আইনজীবী আদালতে় আগাম জামিনের আবেদন করেন। বুধবার জলপাইগুড়ি জেলা আদালতে ওই মামলার শুনানি ছিল। এদিন আংশিক শুনানির পর আদালত মামলাটিকে পুনরায় শোনার কথা বলে। জানানো হয় পরবর্তী শুনানি হবে ১৫ জানুয়ারি।
এই খবরটিও পড়ুন
এদিকে সরকার পরিবারের অভিযোগ ৩১ নম্বর জাতীয় সড়কে ফোর লেন তৈরির সময় তাদের জমি অধিগ্রহণ করা হয়। ক্ষতিপূরণ বাবদ তারা পেয়েছেন ৫৯ লাখ টাকা। অভিযোগ সেই টাকা ব্যাঙ্কে ঢোকার পর থেকে প্রফুল্ল সরকারকে ভয় দেখিয়ে ২৪ লক্ষ টাকা হাতিয়ে নেন যুব তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক পাপন চাকলাদার। বারবার টাকা ফেরত চাওয়া হলেও তা পাওয়া যায়নি। অভিযোগ, টাকা চাইতে গেলে বারবার দেওয়া হয়েছে হুমকি।