কবে হাতে আসবে ATM কার্ড? কত টাকা তোলা যাবে? EPFO নিয়ে বড় খবর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
EPFO: ইপিএফও-এর মোবাইল অ্যাপের লঞ্চ প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, আইটি সিস্টেম আপগ্রেডেশনের কাজ চলছে। তা হলেই অনেকটা কাজ এগিয়ে যাবে। মে-জুন মাসের মধ্যে EPFO 3.0 অ্যাপ চালু করা হবে।
কলকাতা: খোলনলচে বদলে যাচ্ছে যাচ্ছে EPFO-র। খবরটা আগেই এসেছিল। এবার এটিএম থেকে তোলা যাচ্ছে EPFO-র টাকা। এই খবর সামনে আসতেই চর্চার অন্ত নেই। কিন্তু, কবে থেকে পাকাপাকিভাবে এই পরিষেবা চালু হচ্ছ সে বিষয়ে সঠিক তথ্য জানা যায়নি। এবার সেই খবরই দিলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য। এমনকী কবে থেকে এটিএম কার্ড হাতে পাওয়া যাবে সেই তথ্যও দিলেন এদিন।
কেন্দ্রীয় মন্ত্রীর মতে, কাজ চলছে পুরোদমে। এই বছরের মে-জুন নাগাদ যাতে EPFO গ্রাহকেরা EPFO মোবাইল অ্যাপ পেয়ে যেতে পারেন। এই সময়ের মধ্যেই এটিএম কার্ডও পেয়ে যেতে পারেন। কেন্দ্রীয় মন্ত্রী এও বলেছেন, বর্তমানে EPFO 2.0-এ কাজ চলছে। পুরো আইটি সিস্টেমকে পুঙ্খানুপুঙ্খভাবে আপগ্রেড করা হচ্ছে। এই কাজ জানুয়ারির শেষ সপ্তাহের মধ্যে শেষ হবে। তারপরই EPFO 3.0 এর উপর বিশেষ জোর দেওয়া হবে।
ইপিএফও-এর মোবাইল অ্যাপের লঞ্চ প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, আইটি সিস্টেম আপগ্রেডেশনের কাজ চলছে। তা হলেই অনেকটা কাজ এগিয়ে যাবে। মে-জুন মাসের মধ্যে EPFO 3.0 অ্যাপ চালু করা হবে। এই সময়ের মধ্যেই এটিএম কার্ডও পেয়ে যেতে পারেন গ্রাহকরা। অ্যাপের মাধ্যমে EPFO গ্রাহকরা ব্যাঙ্কিং পরিষেবার সুবিধা পাবেন। এর মাধ্যমে পুরো ব্যবস্থাটাই আসলে সেন্ট্রালাইজড হয়ে যাবে।
এই খবরটিও পড়ুন
আপনি কত টাকা তুলতে পারবেন?
শ্রম মন্ত্রকের সূত্রে খবর, EPFO 3.0-এর ব্যাঙ্কিং পরিষেবার জন্য রিজার্ভ ব্যাঙ্ক এবং অর্থ মন্ত্রকের মধ্যে আলোচনা চলছে। আলোচনা শেষ হলেই এটিএম কার্ড দ্রুত চলে আসবে। তারপরই তোলা যাবে টাকা। তবে একেবারে যে জমা থাকা সব টাকা তুলে নেওয়া যাবে এমনটা নয়। এর জন্য থাকবে একটি নির্দিষ্ট সীমা। কিন্তু, আগে টাকা তোলার ক্ষেত্রে যে দীর্ঘসূত্রিতা ছিল, অনুমতি নেওয়ার বিষয় ছিল তা আর থাকছে না। টাকা তুলতে এখন আর অনলাইন ফর্ম নিয়ে চিন্তা করতে হবে না।