কলকাতা: আরও একটা মরসুম আল নাসেরেই (Al Nassr) থাকছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। যে অঙ্কে নতুন চুক্তিতে সই করেছেন সিআর সেভেন, তা জানলে অনেকের চোখ কপালে উঠবে। সৌদি আরবের অন্যতম জনপ্রিয় ক্লাব আল নাসেরে আগামী মরসুমে ১ হাজার ৮৯২ কোটি টাকা পাবেন রোনাল্ডো। এখানেই শেষ নয়, রয়েছে আরও এক আশ্চর্য চুক্তি।
লোভনীয় চুক্তিতে আল নাসেরেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
আল নাসের ক্লাবের হয়ে আগামী মরসুম থেকে রোনাল্ডো পাবেন ১৮৯২ কোটি টাকা। সেই সঙ্গে এই ক্লাবের আংশিক মালিকানাও পাচ্ছেন তিনি। সৌদি ক্লাবে এ বার থেকে ৫ শতাংশ শেয়ার থাকবে রোনাল্ডোর। অর্থাৎ তিনি চুক্তি অনুযায়ী ১৮৯২ কোটি টাকার সঙ্গে পাবেন আরও শেয়ার বাবদ আরও টাকা।
সৌদি প্রো লিগের উন্নতি দেখে খুশি সিআর সেভেন। তিনি এই প্রসঙ্গে বলেছেন, ‘এই লিগের উন্নতি দেখে আমি গর্বিত। প্রচুর প্লেয়ার এতে অংশ নিচ্ছে যাতে এই লিগে প্রতিযোগিতা বজায় থাকে। এবং প্রতিযোগিতার মান বাড়ে।’ আল নাসেরের সঙ্গে নতুন এই যে চুক্তি হয়েছে, তাতে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার রোনাল্ডো। তিনি প্রতি সপ্তাহে এ বার থেকে পাবেন ৩৫.২৬ কোটি টাকা। সেই দিক থেকে দেখতে হলে প্রতি মিনিটে রোনাল্ডো পাবেন ৩১,৩৯০ টাকা।
আল নাসেরের জার্সিতে ২০২৩ সাল থেকে এখনও অবধি ৮৯টি ম্যাচে ৮০টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৩৯ বছর বয়সী রোনাল্ডো আরও একটা মরসুম আল নাসেরে থাকছেন মানে এই গোলসংখ্যা আরও বাড়বে বলেই মনে করছেন তাঁর অনুরাগীরা।