Cristiano Ronaldo: মেয়ে বেলার চুল বেঁধে তাক লাগিয়ে দিলেন রোনাল্ডো!
Portuguese Footballer: সম্প্রতি সেই বাবার ভূমিকাই ভক্তদের নজর কেড়েছেন রোনাল্ডো। তাঁর ছোট মেয়ে বেলার সঙ্গে একটি ঘরোয়া মুহূর্ত শেয়ার করেছেন জর্জিনা। যা দেখে বলা হচ্ছে, রোনাল্ডো পুরোপুরি গার্ল ড্যাড। ইনস্টাগ্রাম স্টোরিতে জর্জিনা একটি পারিবারিক দৃশ্য তুলে ধরেন। যেখানে রোনাল্ডোকে দেখা যাচ্ছে ভিন্ন রূপে।

কলকাতা: যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। সে তিনি যতই সুপারস্টার হোন না কেন, পরিবার সব কিছুর আগে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মানেই সাফল্য। কেরিয়ার জুড়ে রয়েছে অসংখ্য রেকর্ড। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ১ হাজার গোল করার সামনে দাঁড়িয়ে আছেন। তবে পর্তুগিজ ফুটবলারের জীবনে যে শুধু ফুটবলই সব নয়, তা আরও একবার প্রমাণ করলেন। রোনাল্ডোর কাছে তাঁর পরিবারই সব কিছুর আগে। মাঠের বাইরে ছোট ছোট মুহূর্তগুলোই তাঁকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। এই তারকা ফুটবলার স্টেডিয়ামের আলো ঝলমলে জীবনের বাইরে সম্পূর্ন পারিবারিক মানুষ। তাঁর বান্ধবী, যাঁর সঙ্গে খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন, সেই জর্জিনা রদ্রিগেজের সঙ্গে পাঁচ সন্তানের দেখাশোনাও করেন একজন বাবার মতোই। রোনাল্ডোর জীবনে তাঁর সন্তানরাই সবচেয়ে গর্বের এবং ভালোবাসার।
সম্প্রতি সেই বাবার ভূমিকাই ভক্তদের নজর কেড়েছেন রোনাল্ডো। তাঁর ছোট মেয়ে বেলার সঙ্গে একটি ঘরোয়া মুহূর্ত শেয়ার করেছেন জর্জিনা। যা দেখে বলা হচ্ছে, রোনাল্ডো পুরোপুরি গার্ল ড্যাড। ইনস্টাগ্রাম স্টোরিতে জর্জিনা একটি পারিবারিক দৃশ্য তুলে ধরেন। যেখানে রোনাল্ডোকে দেখা যাচ্ছে ভিন্ন রূপে। ভিডিয়োটিতে ফুটবল দুনিয়ার সুপারস্টারকে ছোট্ট মেয়ে চুল বাঁধতে দেখা গিয়েছে। কোলে বসে থাকা বেলার চুলে তিনি সযত্নে পনিটেল বানাচ্ছেন। শান্ত বেলা বাবার চুল বাঁধার সময় নিজের ড্রেসের দিকেই মন দিয়েছিল।
রোনাল্ডোর মনোযোগ ছিল মেয়ের চুল বাঁধাতেই। সিআর সেভেনকে চুল বাঁধতে দেখে ভক্তরা কেউ কেউ বলেছেন, এই কাজটাও তিনি বেশ ভালোই পারেন। ফুটবল ক্যারিয়ারে যেমন শৃঙ্খলা, অনুশীলন রোনাল্ডোকে সেরা বানিয়েছে। বাড়িতেও একই রকম তিনি। চুল বাঁধা হয়তো তেমন বড় কিছু নয়, তবে এটি প্রমাণ করে যে মাঠে সফল রোনাল্ডো বাবা হিসেবেও তিনি সফল ও দায়িত্বশীল।
